shono
Advertisement

রুদ্ধশ্বাস লড়াই জিতে চিন ওপেনের ফাইনালে সিন্ধু

শনিবার ফুজহৌয়-এ শুরুতে হোঁচট খেলেও দুরন্ত কামব্যাক করেন। আর সেই সুবাদে পৌঁছে গেলেন চিন ওপেন সুপার সিরিজের ফাইনালে। The post রুদ্ধশ্বাস লড়াই জিতে চিন ওপেনের ফাইনালে সিন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 PM Nov 19, 2016Updated: 06:10 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ওপেনে ফের চেনা ছন্দে ধরা দিলেন পি ভি সিন্ধু। শনিবার ফুজহৌ-এ শুরুতে হোঁচট খেলেও দুরন্ত কামব্যাক করেন সিন্ধু। আর সেই সুবাদে পৌঁছে গেলেন চিন ওপেন সুপার সিরিজের ফাইনালে।

Advertisement

এদিন মহিলা সিঙ্গলসের শেষ চারে দক্ষিণ কোরিয়ার সাং জি হিউনের কাছে প্রথম গেমেই পরাস্ত হন ভারতীয় শাটলার। ১১-২১ গেমে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি। দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৩-২১-এ জেতেন সিন্ধু। ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম পকেটে পুরে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন ওলিম্পিকে রুপোজয়ী একমাত্র ভারতীয় কন্যা।

গত বছর ডেনমার্ক ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেও ট্রফি অধরাই ছিল সিন্ধুর। এবার চিন ওপেন চ্যাম্পিয়ন হয়ে সুপার সিরিজ জয়ের স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা।

The post রুদ্ধশ্বাস লড়াই জিতে চিন ওপেনের ফাইনালে সিন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement