সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ বছরেরও বেশি সময় পরে অবশেষে ট্রফি জিতেছেন। তার পরেই নতুন জীবন শুরু করার কথা ঘোষণা করলেন পিভি সিন্ধু। জানা গিয়েছে, চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়বেন ব্যাডমিন্টন তারকা। তবে খেলার দুনিয়ার তারকা নয়, জীবনসঙ্গী হিসাবে তথ্যপ্রযুক্তি সংস্থার এক উচ্চপদস্থ কর্মীকে বেছে নিয়েছেন সিন্ধু (PV Sindhu)। তাঁর হবু স্বামীর সঙ্গে যোগ রয়েছে আইপিএলেরও।
মেয়ের বিয়ের খবর ঘোষণা করেন পিভি রামানা। তিনি জানান, দুই পরিবারের মধ্যে অনেকদিন ধরেই চেনাশোনা ছিল। তবে গত মাসে বিয়ের কথা পাকা হয়। পসিডেক্স টেকনোলজি নামে এক তথ্যপ্রযুক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে উদয়পুরে সাতপাকে বাঁধা পড়বেন দুবারের অলিম্পিক পদকজয়ী। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। তার পর ২৪ ডিসেম্বর হায়দরাবাদে বিশেষ রিসেপশনের আয়োজন করবে দুই পরিবার। সিন্ধুর বাবা জানান, জানুয়ারি থেকে ফের খেলার চাপ বাড়বে। তাই শুভ কাজে দেরি করতে চান না তাঁরা।
সিন্ধুর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা শুরু হয়েছে তাঁর হবু স্বামীকে নিয়ে। লিঙ্কড ইনের প্রোফাইল বলছে, ২০১৮ সালে বিবিএ করেন তিনি। স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে। ২০১৯ সাল থেকে তিনি কেরিয়ার শুরু করেন। কর্মজীবনের একেবারে গোড়ার দিকে তিনি জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপ করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউ। দিল্লি ম্যানেজমেন্টের অংশ ছিলেন সিন্ধুর হবু স্বামী।
গত পাঁচ বছর ধরে পসিডেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত আছেন ভেঙ্কট দত্ত সাই। তাঁর সঙ্গেই আগামী জীবন কাটাতে চলেছেন ভারতের সফলতম ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম তারকা। আগামী ২২ ডিসেম্বর উদয়পুরে তাঁদের চার হাত এক হবে। বিয়ের পর অবশ্য একেবারেই খেলা থেকে ছুটি নিচ্ছেন না সিন্ধু। জানুয়ারি মাস থেকেই ফের কোর্টে নেমে পড়বেন তিনি।