shono
Advertisement

চিকিৎসায় গতি আনতে পদক্ষেপ, রাজ্যের কোভিড হাসপাতালে তৈরি কুইক রেসপন্স টিম

৫ সদস্যের কুইক রেসপন্স টিমই প্রথম করোনা রোগীকে পরীক্ষা করবে। The post চিকিৎসায় গতি আনতে পদক্ষেপ, রাজ্যের কোভিড হাসপাতালে তৈরি কুইক রেসপন্স টিম appeared first on Sangbad Pratidin.
Posted: 10:18 AM Aug 10, 2020Updated: 12:30 PM Aug 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা চিকিৎসা আরও মসৃণ এবং দ্রুততার সঙ্গে করতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। ৭৮ টি হাসপাতালে চালু করা হচ্ছে কুইক রেসপন্স টিম (QRT)। করোনা আক্রান্ত কোনও রোগী হাসপাতালে ভরতি হতে গেলে, তাঁর পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেবেন এই টিমের সদস্যরাই। এতে ঠিক সময়মতো করোনা রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা স্বাস্থ্য দপ্তরের। জরুরি পরিস্থিতিতেও আর অপেক্ষা করতে হবে না।

Advertisement

জানা গিয়েছে, আপাতত ৫ জন সদস্য নিয়ে তৈরি হচ্ছে এই কুইক রেসপন্স টিম। এতে থাকবেন স্বাস্থ্য আধিকারিক, হাউস স্টাফ, পিজি ডাক্তার, অ্যানাস্থেশিস্ট ও একজন অভিজ্ঞ নার্স। CCU’র কাজে অভিজ্ঞতা আছে, এমন নার্সকেই এই টিমে নেওয়া হবে বলে জানা গিয়েছে। করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে কোনও রোগী হাসপাতালে ভরতি হতে গেলে, আগে তাঁকে দেখবেন ৫ সদস্য। তাঁরাই প্রাথমিক চিকিৎসা করবেন এবং প্রয়োজনে জরুরি বিভাগে রেফার-সহ অন্যান্য সিদ্ধান্ত নেবেন। যার ফলে অনেক দ্রুত সংকটজনক রোগীর চিকিৎসা শুরু করা সম্ভব হবে বলে আশা। রাজ্যের মোট ৭৮ টি কোভিড হাসপাতালেই কাজ করবে ৫ জনের এই কুইক রেসপন্স টিম।

[আরও পড়ুন: খেলতে গিয়ে গলায় কয়েন আটকে প্রাণ সংশয়, খুদেকে বাঁচাল বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা]

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজির মতে, অনেক সময়েই দেখা গিয়েছে যে কোভিড হাসপাতালেও চিকিৎসা শুরু হতে অনেকটা সময় লাগছে। যার জেরে সংকটজনক রোগীর অবস্থা আরও খারাপ হচ্ছে। এই প্রতিকূলতা এড়াতে এবার কুইক রেসপন্স টিম তৈরির ভাবনা। ওই সময়ে হাসপাতালের প্রত্যেক চিকিৎসক ব্যস্ত থাকলেও যাতে রোগীকে অপেক্ষা করতে না হয়, তার জন্য এই ৫ জনের টিম সবসময় প্রস্তুত থাকবে। তাঁরাই করোনা রোগীর প্রাথমিক সমস্যাগুলি দেখে চিকিৎসা শুরু করতে পারবেন। পরবর্তী সময়ে তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক হলেও, বিস্তারিত তথ্য-সমেত অভিজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবেন। ফলে সামগ্রিকভাবে চিকিৎসা অনেক দ্রুত এবং মসৃণ হবে বলে তিনি আশা করছেন।

[আরও পড়ুন: কোভিড নেগেটিভ, তবু মুখ ফেরালেন নিকটাত্মীয়রা, বৃদ্ধার দেহ সৎকার করল ‘পরমাত্মীয়’ পুলিশ]

এমনিতেই রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে অত্যন্ত যত্নশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহামারী পরিস্থিতিতেও রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবা মিলছে। যাতে প্রত্যেকে ভালভাবে এই পরিষেবা পান, সেদিকে সদা নজর তাঁর। তাই স্বাস্থ্য দপ্তরকেও পরিষেবা আরও উন্নতির জন্য নতুন পরিকল্পনা করতে হচ্ছে। যার অঙ্গ কোভিড হাসপাতালে এই ৫ জনের কুইক রেসপন্স টিম চালু করা।

The post চিকিৎসায় গতি আনতে পদক্ষেপ, রাজ্যের কোভিড হাসপাতালে তৈরি কুইক রেসপন্স টিম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement