সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুরের কামড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হল। মারা যাওয়ার আগে গ্রামের অন্তত ৪০ জন বাসিন্দাকে কামড়ে দিল সে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
ঠিক কী হয়েছিল? মামাবাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট মেয়েটি। সেখানেই এক পথকুকুরকে কামড়ে দেয় তাকে। পরে কুকুরটির মৃত্যু হয়। আহত কন্যাকে বাড়ির লোক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে নিয়ে যায় ওঝার কাছে। পরে তাকে নিয়ে গ্রামে ফিরলে দেখা যায়, তার মধ্যে র্যাবিসে আক্রান্ত হওয়ার সব লক্ষণ ফুটে উঠছে।
[আরও পড়ুন: ‘ওপেনহাইমার’ নিয়ে শোরগোল! গীতপাঠের বিতর্কিত দৃশ্যকে সমর্থন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতিশের]
এরপর সে গ্রামের বহু মানুষকেই কামড়ে ও আঁচড়ে দেয়। জানা যাচ্ছে, অন্তত ৪০ জনকে সে কামড়ে দিয়েছে। গত শুক্রবার মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে যান তার মা-বাবা। সেখান থেকে তাকে ঝাঁসিতে পাঠানো হয়। এরপর গত সোমবার তার মৃত্যু হয়।
শিশুটি ৪০ জনকে কামড়ে দেওয়ায় তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে। যাঁর প্রয়োজন হবে, তাকেই তা দেওয়া হবে। তাই কেউ যেন আতঙ্কিত না হয়।