shono
Advertisement

আরএসএস অবমাননার মামলায় আদালতে হাজিরা রাহুলের

রাহুলের সঙ্গে আরএসএসের আইনি তরজা! The post আরএসএস অবমাননার মামলায় আদালতে হাজিরা রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Sep 29, 2016Updated: 01:05 PM Sep 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেন পিছু ছাড়ছে না কংগ্রেস সহ-সভাপতির৷ আরএসএসের বিরুদ্ধে নানা সময়ে করা রাহুল গান্ধীর নানান মন্তব্যই যেন এখন বুমেরাং হয়ে ফিরছে তাঁর নিজের দিকেই৷ সম্প্রতি সংগঠনের এক সদস্য অঞ্জন বোরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগে তিনি জানিয়েছেন, রাহুল ক্রমাগত সংঘের নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন এবং আরএসএসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন৷

Advertisement

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের রাজপুত্র বৃহস্পতিবার গুয়াহাটি আদালতে ব্যক্তিগত হাজিরার জন্য উপস্থিত হলেন৷ এদিন রাহুল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “আমি দরিদ্র মানুষের সাহায্য করার চেষ্টা করছি৷ দলিতদের উন্নতির চেষ্টা করছি৷ আর তাই ক্রমাগত আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে৷”

রাহুলের সঙ্গে আরএসএসের আইনি তরজা এই প্রথম নয়৷ এর আগেও সংঘের বিরুদ্ধে মুখ খোলায় আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল জুনিয়র গান্ধীকে৷ মহাত্মা গান্ধীর হত্যায় সংঘ পরিবারের হাত থাকার মন্তব্য করে রীতিমতো বিপাকে পরেছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কিন্তু প্রাথমিকভাবে ক্ষমা চেয়ে গোটা ঘটনার দায় এড়িয়েছিলেন তিনি৷ কিন্তু ঘটনার রেশ কাটতে না কাটতেই সুর পাল্টে আবারও সংঘ পরিবারকে আক্রমণ করেন তিনি৷ বলেছিলেন, যে কোনও আইনি জটিলতার সম্মুখীন হতে তিনি রাজি৷

The post আরএসএস অবমাননার মামলায় আদালতে হাজিরা রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement