সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এক জনসভায় বিজেপি নেত্রী এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইমারতি দেবীকে ‘আইটেম’ বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা কমল নাথ (Kamal Nath)৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে আরজি জানিয়েছিলেন, ওই মন্তব্যের তীব্র নিন্দা করুক কংগ্রেস। অবশেষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কমল নাথের সমালোচনা করতে দেখা গেল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে (Rahul Gandhi)।
এদিন সাংবাদিকদের সামনে রাহুল বলেন, ‘‘কমল নাথজি আমার দলেরই সদস্য। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি এই ধরনের ভাষাপ্রয়োগ পছন্দ করি না, যেমনটা উনি ব্যবহার করেছেন। এটা আমি সমর্থন করছি না। তিনি যেই হোন, এটা দুর্ভাগ্যজনক।’’
[আরও পড়ুন: বিহারে ভোটের সময় রাজনৈতিক নেতাদের খুনের ছক মাওবাদীদের, সতর্ক করলেন গোয়েন্দারা ]
রাহুলের এদিনের বক্তব্যের জবাবে কমল নাথ জানিয়েছেন, ‘‘এটা রাহুল গান্ধীর মত। আমি কেন ওই মন্তব্য করেছিলাম, তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছি। আমি যখন কাউকে অপমান করতে চাইনি, তাহলে কেন ক্ষমা চাইব? যদি কেউ অপমানিত বোধ করে থাকেন, আমি তো সেজন্য দুঃখপ্রকাশ করেছিই।’’ প্রসঙ্গত, সোমবারই কমল নাথ নিজের বক্তব্যের সমর্থনে বলেন, ‘‘হ্যাঁ আমি ‘আইটেম’ বলেছি। এবং এটা কোনও অসম্মানসূচক শব্দ নয়। আমি একটা আইটেম। আপনিও একটা আইটেম। এবং এক্ষেত্রে বলতে গেলে আমরা সবাই আইটেম।’’
নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘লোকসভা ও বিধানসভায় যে ওয়ার্ক শিডিউল থাকে সেখানে আইটেম নম্বর উল্লেখ করা থাকে। একই ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তা ব্যবহৃত হয়। তাহলে এটা কী করে অসম্মানসূচক হয়?’’ এদিকে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে কমল নাথের মন্তব্য সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে।