shono
Advertisement

‘ও শুধু মোদিকে আর ইটালিকে ভালোবাসে’, এবার ওয়েইসির তির রাহুলকে

তেলেঙ্গানার ভোটের মুখে সম্মুখসমরে রাহুল-ওয়েইসি।
Posted: 12:15 PM Nov 26, 2023Updated: 12:15 PM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী শুধু দুটো জিনিস ভালোবাসেন। এক ইটালি। দুই নরেন্দ্র মোদি। বক্তা, নিজেকে প্রবল মোদি বিরোধী হিসাবে দাবি করা আসাদউদ্দিন ওয়েইসি। কংগ্রেস নেতাকে কটাক্ষের তিরে বিঁধে ওয়েইসি বলছেন, ‘রাহুলের উচিত এবার বিয়ে করে নেওয়া। ৫০ তো পেরিয়ে গেছে।’

Advertisement

তেলেঙ্গানার ভোট যত এগিয়ে আসছে ওয়েইসির সঙ্গে কংগ্রেসের তিক্ততা যেন ততই বাড়ছে। আসলে হায়দরাবাদের সাংসদের গড়েই এবার তাঁকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কংগ্রেস। তেলেঙ্গানার শাসকদল বিআরএসের সঙ্গে সমঝোতা নিয়ে প্রায় নিয়মিত ওয়েইসিকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। দিন দুই আগেই তেলেঙ্গানায় গিয়ে রাহুল বলে এসেছিলেন, ‘নরেন্দ্র মোদির দুজন বন্ধু। একজন কেসিআর, আরেকজন আসাদউদ্দিন ওয়েইসি।’ বস্তুত কংগ্রেস নেতা ইঙ্গিত করেছেন তেলেঙ্গানায় বিজেপি, বিআরএস এবং AIMIM-এর অঘোষিত সমঝোতার দিকে।

[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]

যার জবাবে কংগ্রেস নেতাকে আরও কড়া ভাষায় কটাক্ষ করলেন ওয়েইসি। তিনি বলছেন,”রাহুল গান্ধীর ভালোবাসার জায়গা মাত্র দুটি। এক ইটালি। কারণ ওটা ওর মায়ের জন্মভূমি। আর দুই নরেন্দ্র মোদি, কারণ নরেন্দ্র মোদিই ওকে শক্তি যোগায়।” এর পর সরাসরি রাহুলকে বিঁধে ওয়েইসির আহ্বান,”আপনাকে আমি বলব, এবার বিয়ে করে নিন। বয়স তো ৫০ বছর পেরিয়ে গেল।”

[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]

বস্তুত ওয়েইসির গড় পুরাতন হায়দরাবাদের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে তেলেঙ্গানার ভোটের ভাগ্য। কেসিআরের সঙ্গী হয়ে বৃহত্তর হায়দরাবাদের বেশিরভাগ আসনে লড়ছেন ওয়েইসি। কেসিআরকে সিংহাসন থেকে সরাতে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাবা বসাতেই হবে কংগ্রেসকে। রাহুলও সেই চেষ্টাই করেছেন। আর তাতেই যত বিবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement