shono
Advertisement

কংগ্রেসের সঙ্গেই ফিরবে ‘আচ্ছে দিন’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

পাল্টা রাহুলকে 'জোকস' বললেন সিদ্ধার্থনাথ। The post কংগ্রেসের সঙ্গেই ফিরবে ‘আচ্ছে দিন’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Jan 11, 2017Updated: 01:48 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল প্রসঙ্গে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বুধবার তিনি দাবি করলেন, ২০১৯-এ কংগ্রেস ক্ষমতায় এলে তবেই দেশে ‘আচ্ছে দিন’ আসবে।

Advertisement

প্রধানমন্ত্রীকে নিশানা করে এদিন একের পর এক তোপ দাগেন কংগ্রেস যুবরাজ। বলেন, কংগ্রেস গত ৭০ বছর ধরে দেশের জন্য কী করেছে, সে কথা দেশের মানুষ ভোলেননি। “বিজেপি ও প্রধানমন্ত্রীর অভ্যাস হয়ে গিয়েছে বারবার এই প্রশ্ন তোলা যে কংগ্রেস কী করেছে? মানুষই এর উত্তর দেবেন। গত ৭০ বছরে কংগ্রেস কী করেছে ও কী করেনি, তার জবাব মানুষ ২০১৯-এর নির্বাচনেই দেবেন”, বলেন রাহুল গান্ধী।

শুধু বিজেপি বা মোদি নন, এদিন রাহুলের নিশানায় ছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত, বাবা রামদেবও। দেশের মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন মোদি ও ভগবত, অভিযোগ রাহুলের। আরবিআই, আরএসএসকেও এদিন আক্রমণ করেন রাহুল। তবে রাহুলের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের কটাক্ষ, রাহুল গান্ধী হলেন জোকস। সিদ্ধার্থনাথ বলেন, “”রাহুলের উচিত মায়ের কোল ছেড়ে বেরিয়ে আসা। ওকে বড় হতে হবে। ডায়পার ছাড়তে হবে।”

The post কংগ্রেসের সঙ্গেই ফিরবে ‘আচ্ছে দিন’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement