shono
Advertisement

সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে প্রত্যাবর্তন রাহুলের, এবার কি নতুন বাংলো খুঁজছেন?

১২, তুঘলক রোডের পুরনো বাড়িতে নাও ফিরতে পারেন কংগ্রেস সাংসদ।
Posted: 12:59 PM Aug 17, 2023Updated: 12:59 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে একে হৃত পদাধিকার ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুপ্রিম কোর্টের রায়ে দিন দশেক আগেই সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা। এবার সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতেও প্রত্যাবর্তন হল ওয়ানড়ের সাংসদের। লোকসভা (Lok Sabha) সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

Advertisement

মোদি পদবি মামলায় প্রায় সাড়ে চার মাস আগে সাংসদ পদ খোয়ান রাহুল। তারপর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে নিজের সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। সাংসদ পদ খোয়ানোর আগে প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। সেই কমিটিতেও এবার তাঁকে ফিরিয়ে নিলেন স্পিকার ওম বিড়লা। পদ ফেরত পাওয়া অন‌্য সাংসদ এনসিপির (NCP) ফয়জল আহমেদকেও সংসদীয় কমিটিতে আনা হয়েছে। তিনি এসেছেন উপভোক্তা বিষয়ক ও খাদ্য এবং গণবন্টন সংক্রান্ত স্থায়ী কমিটিতে।

[আরও পড়ুন: মার্কিন ফৌজে ‘কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ কাঁটায় আমেরিকাকে বিঁধল কিমের দেশ]

এত গেল সংসদীয় কমিটির পদ ফিরে পাওয়া। কিন্তু রাহুলের সরকারি বাংলোয় প্রত্যাবর্তন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। সংসদের সচিবালয় রাহুলকে তাঁর ১২, তুঘলক রোডের পুরনো বাড়িতে ফেরার প্রস্তাব দিয়েছে। কিন্তু রাহুল আদৌ নিজের পুরনো বাড়িতে ফিরবেন কিনা, সেটা নিয়ে ভাবনাচিন্তা করছেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: আসরে ‘উদ্বিগ্ন’ আমেরিকা, গির্জা ধ্বংসে পাকিস্তানকে একহাত নিল ওয়াশিংটন]

বুধবার দুপুরে বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) সঙ্গে সফদরজং রোডের একটি বাংলো দেখতে যান রাহুল। ওই বাংলোয় একসময় থাকতেন মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা। সেই বাংলোতেও উঠতে পারেন ওয়ানড়ের সাংসদ। কংগ্রেসের একটি মহলের বক্তব‌্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ। রাহুল শেষ পর্যন্ত কোন বাংলোয় যাবেন, সেটা ৮ দিনের মধ্যে জানাতে হবে সংসদের সচিবালয়কে। তারপর তারাই সিদ্ধান্ত নেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement