shono
Advertisement

Breaking News

ভোটর মুখে মধ্যপ্রদেশে মন্দির যাত্রা শুরু রাহুলের, সারলেন প্রচারও

এর আগে ইন্দিরা, রাজীবরাও ঘুরেছেন এই মন্দিরে। The post ভোটর মুখে মধ্যপ্রদেশে মন্দির যাত্রা শুরু রাহুলের, সারলেন প্রচারও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:06 PM Oct 15, 2018Updated: 03:16 PM Oct 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ ও বলে আমায়। ভোটের আগে সাধারণত নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। কেউ প্রতিশ্রুতি দেন রাস্তার, কেউ প্রতিশ্রুতি দেন বিনামূল্যে খাদ্যশস্যের আবার কেউ প্রতিশ্রুতি দেন ঋণ মকুবের। সামনে মধ্যপ্রদেশে ভোট, সেরাজ্যেও একই ছবি, প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি, কংগ্রেস দুই শিবিরের নেতারাই। কিন্তু মধ্যভারতের রাজ্যটিতে এসবকেই ছাপিয়ে গিয়েছে ধর্ম নিয়ে টানাটানি। কে বেশি হিন্দু, কংগ্রেস না বিজেপি, তা নিয়ে টানাপোড়েন চলছে ভোটের বাদ্যি বাজার আগে থেকেই। কংগ্রেস বারবার প্রমাণ করার চেষ্টা করছে বিজেপি হিন্দুদের জন্য কিছুই করেনি, শুধু প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধী চেষ্টা করে যাচ্ছেন যেনতেন প্রকারে হিন্দুদের মধ্য জনপ্রিয়তা অর্জন করতে। এই ট্রেন্ডটি অবশ্য নতুন নয়, গুজরাট-কর্ণাটকেও ছিল, তবে মধ্যপ্রদেশে আরও বেশি পরিমাণে। 

Advertisement

[কুম্ভমেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার]

সোমবার মধ্যপ্রদেশে প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি, বলা ভাল মন্দির দর্শন শুরু করলেন। কারণ জনসভার আগেই কংগ্রেস সভাপতি গেলেন মধ্যপ্রদেশের দাটিয়ায় দীগম্বর শক্তিপীঠে। সেখানে হিন্দু রীতিনীতি মেনে পুজোও দেন কংগ্রেস সভাপতি। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ এবং দলের তরুণ মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীও এই শক্তিপিঠে পুজো দিয়ে এসেছেন, পূর্বসূরীদের দেখানো পথেই মন্দির দর্শন সারলেন কংগ্রেস সভাপতি।

[তেলের দাম কমাতে উদ্যোগ, আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে বৈঠক মোদির]

পুজো দেওয়ার পর এদিন একটি জনসভা করেন কংগ্রেস সভাপতি। দাটিয়ার জনসভা থেকে রাফালে, নারী সুরক্ষা এবং দুর্নীতি ইস্যুতে মোদিকে আক্রমণ করেন। কৃষিঋণ মকুবের দাবি জানান। অভিযোগ করেন, বেকার সমস্যা সমাধানে চূড়ান্ত ব্যর্থ মোদি সরকার। আগামী মাসেই মধ্যপ্রদেশে ভোট। রাজ্যটিতে গত ১৫ বছর ধরে ক্ষমতায় বিজেপি। ইতিমধ্যেই কয়েকটি সমীক্ষায় ইঙ্গিত মিলেছে শিবরাজের রাজ্যে এবার মাথাচাড়া দিয়েছে প্রতিষ্ঠান বিরোধিতা, আর সেটাকে কাজে লাগাতেই হিন্দুত্বের তাস ব্যবহার করতে চাইছেন রাহুল।

The post ভোটর মুখে মধ্যপ্রদেশে মন্দির যাত্রা শুরু রাহুলের, সারলেন প্রচারও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার