shono
Advertisement
Rahul Gandhi

সংসদে 'আত্মঘাতী গোল' রাহুলের! বেকারত্ব ইস্যুতে তুলে ধরলেন মনমোহন জমানার ব্যর্থতা

মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের প্রশংসা রাহুলের।
Published By: Amit Kumar DasPosted: 07:20 PM Feb 03, 2025Updated: 07:20 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকারত্ব ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ শানাতে গিয়ে আত্মঘাতী গোল রাহুল গান্ধীর! বেকারত্ব ইস্যুতে এনডিএ জমানাকে নিশানা করতে গিয়ে তাঁর মুখে চলে এল ইউপিএ জমানার বেকারত্ব। শুধু বেকারত্ব নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া প্রকল্পের' ঢালাও প্রশংসা করলেন রাহুল। সব মিলিয়ে সংসদে রাহুলের ভূমিকায় বিভ্রান্ত বিরোধী সাংসদরা। রাহুলের এহেন মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে তৃণমূল।

Advertisement

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে সোমবার বক্তব্য রাখতে ওঠেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেন, 'রাষ্ট্রপতি গত বছর যা বলেছিলেন এবছরও সেটাই বলেছেন। একই কথা বারবার বলা হচ্ছে। এ প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের কথা তুলে রাহুল জানান, "প্রধানমন্ত্রীর এই প্রকল্প অত্যন্ত ভালো প্রকল্প। কিন্তু পরিণতি আপনাদের সামনেই রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে দোষ দেব না, উনি চেষ্টা করেছেন। তবে ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালে ম্যানুফেকচারিং সেক্টর ছিল ১৫.৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ১২.৬ শতাংশ। প্রধানমন্ত্রীর উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তবে তা ব্যর্থ।"

এর পাশাপাশি দেশে বাড়তে থাকা বেকারত্ব ইস্যুতেও মুখ খোলেন রাহুল গান্ধী। তবে এই ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ শানাতে গিয়ে আক্রমণ করে বসেন নিজের সরকারকেই। রাহুল বলেন, "দেশে বেকারত্বের সমস্যা সমাধানের চেষ্টা করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তবে ১০ বছরের শাসনকালে ইউপিএ সরকার বেকারত্ব দূর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারও এই পরিস্থিতি সামাল দিতে খুব একটা সফল হয়নি।'' উল্লেখ্য, ১০ বছরের ইউপিএ জমানা বলতে রাহুল গান্ধী মনমোহন সিংয়ের জমানার কথা তুলে ধরেছেন।

রাহুলের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিরোধিতায় সরব হয়েছে বিরোধিতায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মনোমোহন সিং ও নরেন্দ্র মোদিকে এক আসনে বসানো যায় না। মনমোহনের আমলে অনেক ইতিবাচক কাজ হয়েছে। রাহুল গান্ধীর এই মন্তব্য আমরা কোনওভাবেই সমর্থন করি না।" পাশাপাশি বিরোধী শিবিরের অভিযোগ, মনোমোহন জমানায় সরকারের কোনওকাজে ভুলত্রুটি হলে তাঁর দায় সরাসরি পড়ত তৎকালীন প্রধানমন্ত্রীর ঘাড়ে। অথচ সাফল্যের সমস্ত কৃতিত্ব পুরোটাই পকেটস্থ করত গান্ধী পরিবার। মনমোহনের প্রয়াণের পরও গান্ধী পরিবারের সেই নীতিতে যে খুব একটা বদল আসেনি তা রাহুলের এহেন মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও গান্ধী পরিবার এমন আচরণ করেছিল বলে অভিযোগ তুলেছিলেন তাঁর কন্যা শর্মিষ্ঠা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেকারত্ব ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ শানাতে গিয়ে আত্মঘাতী গোল রাহুল গান্ধীর!
  • বেকারত্ব ইস্যুতে এনডিএ জমানাকে নিশানা করতে গিয়ে তাঁর মুখে চলে এল ইউপিএ জমানার বেকারত্ব।
  • শুধু বেকারত্ব নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া প্রকল্পের' ঢালাও প্রশংসা করলেন রাহুল।
Advertisement