সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল বুধবার৷ এদিন সন্ধ্যার পর থেকেই তাঁর টুইটার প্রোফাইল থেকে একের পর এক অশালীন টুইট পোস্ট হতে থাকে৷ প্রথমটায় গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ যে টুইটগুলি রাহুল গান্ধীর অ্যাকাউন্ট থেকে এদিন সন্ধ্যায় পোস্ট হয়েছে, সেগুলির সারবত্তা হল, “আমি দেশের সাধারণ মানুষের টাকা লুঠ করতে এসেছি৷” অন্যান্য টুইটগুলির ভাষা আরও অশালীন ও বিতর্কিত৷
সংবাদসংস্থা সূত্রে খবর, ‘legion’ নামে একটি গ্রুপ রাহুল গান্ধীর টুইটার হ্যান্ডেলটি হ্যাক করেছে৷ রাহুল গান্ধীর ‘ভেরিফায়েড’ প্রোফাইল থেকে বেশ কিছু অশালীন টুইট তাঁর ১.২১ মিলিয়ন ফলোয়ার্সের কাছে পৌঁছে গিয়েছে৷ এমনকী, হ্যাকাররা রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের নাম ‘অফিস অফ আরজি’ পাল্টে ‘রিটারডেড গান্ধী’ করে দেয়৷ এই খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
The post হ্যাক হল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.