নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: রবিবাসরীয় সকালে রেল অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। পরপর দু’টি ট্রেন বাতিলের প্রতিবাদে শুরু হয় ট্রেন অবরোধ। ফলে ওই শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। যার জেরে যাত্রীদের ভোগান্তিও চরমে ওঠে।
এসএফআইয়ের ‘নীতি পুলিশ’ সদস্যদের হাতে হেনস্তা তিন পড়ুয়া
এদিন ভোর পাঁচটা নাগাদ ডাউনে পরপর দু’টি ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নিত্যযাত্রীরা। শ্যামনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। লাইনে নেমে পড়েন তাঁরা। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এমনিতেই রবিবার অনেক ট্রেনই বাতিল থাকে। তারপর সকালবেলাতেই আরও দুটি ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণেই রাগে ফেটে পড়েন নিত্যযাত্রীরা।
‘ভূতুড়ে’ আগুনে পুড়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, আতঙ্কে পরিবার
রেল অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায়। বহু স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওঠে অবরোধ। তাদের কাছে ডেপুটেশন দেওয়ার পরেই অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
The post রেল অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
