shono
Advertisement

মাঝেরহাটে বিকল্প রাস্তা, লেভেল ক্রসিংয়ের অনুমতি দিল রেল

মাঝেরহাটে শুরু ব্রিজ ভাঙার কাজ৷ The post মাঝেরহাটে বিকল্প রাস্তা, লেভেল ক্রসিংয়ের অনুমতি দিল রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:25 PM Sep 19, 2018Updated: 03:25 PM Sep 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা৷ মাঝেরহাটে স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি দল রেল৷ জানা গিয়েছে, লেভেল ক্রসিং বসিয়ে বিকল্প রাস্তা নির্মাণের জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার৷ খুব তাড়াতাড়ি  লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু করবে পূর্ত দপ্তর৷

Advertisement

[ভূমিকম্প-সহ প্রাকৃতিক বিপর্যয়ের আগাম পূর্বাভাস দেবে বিশ্ববাংলার নয়া যন্ত্র]

অন্যদিকে, মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজে হাত লাগিয়েছে প্রশাসন৷ আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে৷ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে৷ সেতু ভাঙার কাজে গতি আনতে মুম্বই থেকে আনা হচ্ছে বিশেষ যন্ত্র৷ সেতু ভাঙার পর কীভাবে বিকল্প ব্যবস্থা করা করা হবে, তার নীল নকশাও তৈরির কাজ চলছে বলেও পূর্ত দপ্তর সূত্রে খবর৷

[বাগরিতে অগ্নিকাণ্ড কি পরিকল্পিত নাশকতা? সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য]

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতিতে এর আগেও রেলের সহযোগিতাও চেয়েছিল রাজ্য সরকার৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি চায় প্রশাসন৷ প্রথমে রেলের তরফে অসুবিধার কথা জানানো হলেও পরে বিকল্প রাস্তা নির্মাণে অনুমতি দেওয়া হয়৷ ফলে, একদিকে সেতু ভাঙার কাজ শুরু ও লেভেল ক্রসিং নির্মাণের আনুষ্ঠানিক অনুমতি মিলতেই আশার আলো দেখতে শুরু করেছে সেতু বিপর্যয়ের কবলে পড়া দক্ষিণ শহরতলির কয়েক লক্ষ মানুষ৷ কেন্দ্র ও রাজ্যের মধ্যেই পদ্ধতিগত সমস্যা মিটতেই বিকল্প পথ তৈরিতে আরও কোনও জট থাকছে না বলেই মনে করা হচ্ছে৷ ফলে, সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত স্বাভাবিক হতে চলেছে যোগাযোগ ব্যবস্থা৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, এখন থেকে প্রায় ৫০ মিটার দীর্ঘ সেতুগুলির রক্ষনাবেক্ষণ করবে পূর্ত দপ্তর। 

[এখনও জ্বলছে বাগরি মার্কেট, মালিক ও সিইও-র বিরুদ্ধে এফআইআর দমকলের

The post মাঝেরহাটে বিকল্প রাস্তা, লেভেল ক্রসিংয়ের অনুমতি দিল রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement