shono
Advertisement

বাংলাদেশে ফের ভূমিধস, মৃত ৪

'অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়ছে ধসের ঘটনা।'
Posted: 04:53 PM Jul 25, 2017Updated: 11:23 AM Jul 25, 2017

সুকুমার সরকার, ঢাকা: লাগাতার চলা বৃষ্টির জেরে ফের বাংলাদেশে ভূমিধস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকা ও রামু উপজেলায় ধস নামে। জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানিয়েছেন, এদিন ভোর তিনটে নাগাদ প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে একটি বড় অংশ খসে পড়ে। চাপা পড়ে যায় একটি বাড়ি। ঘুমন্ত অবস্থায় থাকার দরুন বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি।কক্সবাজারে মৃত্যু হয় শাহেদ ও সাদ্দাম নামের দুই ব্যক্তির। রামুতে মৃত্যু হয় সায়মা ও জিহান নামের একই পরিবারের দুই সদস্যের। আহত হয়েছেন তাঁদের বাবা জিয়াউর রহমান ও মা আনারকলি।

Advertisement

[বাংলাদেশে বাসের উপর পাহাড় ধসে ৮ জনের মৃত্যু]

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রামে ভূমিধসে মৃত্যু হয় একই পরিবারের পাঁচজনের। বিশেষজ্ঞদের মতে দেশের পার্বত্য এলাকাগুলিতে গাছ কেটে অবৈধ নির্মাণ করার দরুণ ভুমিধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গাছ কেটে ফেলায় লাগাতার বৃষ্টির জেরে আলগা হয়ে যাচ্ছে মাটি। যার ফলে নেমে আসছে ধস। এছাড়াও অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত নিকাশী ব্যবস্থার অভাবেও এধরনের ঘটনা বাড়ছে। গত ১১ জুন চট্টগ্রামে নামা ভয়াবহ ধসে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৫৩ জন মানুষ। এছাড়াও রবিবার বান্দরবান জেলার রুমা সড়কের দৌলিয়ানে একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়ায় ৮ জন যাত্রীর মৃত্যু হয়।

[জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল বাংলাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement