সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে কাপড় বেঁধে মসজিদের (Mosque) ভেতর ঢুকে মৌলবিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। গত শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) আজমেরে। লোকসভা নির্বাচন চলাকালীন নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মরুরাজ্য। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের রামপুরার বাসিন্দা মৌলবি মহম্মদ মাহির (Mohammad Mahir) ৬ সন্তানের সঙ্গে রাজস্থানের কাঞ্চন নগরের রামগঞ্জে এক মসজিদের মধ্যেই বাস করতেন। শনিবার রাতে তিনি যখন সন্তানদের সঙ্গে ঘুমোচ্ছিলেন সেই সময় মুখে কাপড় বেঁধে মসজিদে ঢোকে ৩ যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে ৩০ বছর বয়সী মাহিরকে।
চোখের সামনে বাবাকে মারতে দেখে সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁর সন্তানরা। তবে চুপ না করলে তাদেরও মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চাদের মারধোর করে দুষ্কৃতীরা। মৌলবির ফোনও কেড়ে নেওয়া হয় যাতে যাহায্যের জন্য কাউকে ফোন না করতে পারে বাচ্চারা। মৌলবিকে পিটিয়ে খুন করার পর দুষ্কৃতীরা মসজিদ থেকে বেরিয়ে যায়। এর পর প্রতিবেশীদের কাছে গিয়ে গোটা ঘটনার কথা জানায় ওই মৌলবির সন্তানরা। খবর দেওয়া হয় পুলিশে।
[আরও পড়ুন: ‘দয়া করে দেবেগৌড়াকে জড়াবেন না’, ভাইপোর সেক্স স্ক্যান্ডাল নিয়ে মন্তব্য কুমারস্বামীর]
নির্বাচন চলাকালীন রাজস্থানে মৌলবিকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও এই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। রামগঞ্জ থানার পুলিশ আধিকারিক রবীন্দ্র খিঞ্জি জানান, "খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে।" অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার ৩০২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।