সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিপত্রের ব্যবস্থা করবে সরকার। সরকারি পোর্টালেও একত্রবাস নথিবদ্ধ করা হবে। বুধবার একটি মামলায় এমনই রায় দিল রাজস্থান হাই কোর্ট। চুক্তিপত্রের শর্তবলির রূপরেখাও তৈরি করে দিয়েছে এক বিচারপতির বেঞ্চ। বলা হয়েছে, যুগলের রোজগার থেকে সন্তান আছে কি না, যাবতীয় বিষয় জানাতে হবে। যাতে করে নিরাপত্তা-সহ অন্যান্য কারণে নজরদারি চালাতে পারে প্রশাসন।

ওই চুক্তিপত্র উল্লেখ করা হবে একাধিক বিষয়। যেমন, যুগল সন্তান আছে কি না, থাকলে তার শিক্ষা, স্বাস্থ্য এবং বেড়ে ওঠার ক্ষেত্রে কী কী ভাবনা রয়েছে। উভয়েই রোজগার করেন কি না, একজন রোজগেরে হলে দ্বিতীয় ব্যক্তি কী কী দায়িত্ব পালন করে থাকেন ইত্যাদি বিস্তারিত জানাতে হবে চুক্তিপত্রে। আদালতের নির্দেশ, জেলা স্তরে লিভ-ইনের বিষয়টি দেখভালের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে থাকতে হবে। তারাই যুগলের অভিযোগ শুনবেন। একই কারণে ওয়েব পোর্টাল তৈরির প্রস্তাব করেছেন বিচারপতি।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সেখানে বিয়ের মতোই লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও ‘রেজিস্ট্রেশন’-এর কথা বলা হয়েছে। যুগলের সন্তান হলে আইনি বৈধতা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এমনকী নতুন বিধিতে লিভ-ইন যুগলের সন্তান ভবিষ্যতে সম্পত্তির উত্তরাধিকারও পাবে।