রাজস্থান রয়্যালস: ২০৩/৫ (সঞ্জু ৫৫, বাটলার ৫৪)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৩১/৮ ( সামাদ ৩২ , মায়াঙ্ক ২৭, চাহাল ৪/১৭)
৭২ রানে জয়ী রাজস্থান রয়্যালস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটে-বলে জ্বলে উঠলেন দলের প্রত্যেকেই। জস বাটলার থেকে শুরু করে ট্রেন্ট বোল্ট- রাজস্থান রয়্যালসের জার্সিতে দুরন্ত পারফর্ম করলেন সকলেই। আইপিএল অভিযানের শুরুতেই সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিলেন গোলাপি জার্সিধারীরা। ৭২ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে দৌড় শুরু করল গতবারের ফাইনালিস্ট রাজস্তান রয়্যালস।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তবে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জসওয়াল। পাওয়ার প্লের মধ্যেই মাত্র ২০ বলে অর্ধশতরান করেন বাটলার। অপরদিকে আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় তরুণ যশস্বীকেও। পাওয়ার প্লের শেষেই এক উইকেট হারিয়ে ৮৫ রান তুলে ফেলে রাজস্থান।
[আরও পড়ুন: শক্তিগড়ে হত্যাকাণ্ড: ছিল এক গাড়িতেই, শুটআউটের আগেই দ্রুত নেমে ভিড়ে মেশে ‘ফেরার’ লতিফ]
বাটলার আউট হওয়ার পরে একইরকম ঝোড়ো ইনিংস আসে অধিনায়ক সঞ্জু স্যামসনের থেকেও। একটা সময়ে ২৫০ রান হয়ে তুলে ফেলাও সম্ভব ছিল রাজস্থানের পক্ষে। ওপেনারদের তৈরি করা মঞ্চ একেবারেই কাজে লাগাতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। ২০৩ রানেই থেমে যায় রাজস্থান ইনিংস। দু’টি করে উইকেট পান টি নটরাজন ও ডেবিউট্যান্ট ফজলহক ফারুকি।
কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট খোয়ায় অরেঞ্জ আর্মি। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আউট হন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী। শূন্য রানে দুই উইকেট হারানোর পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় হায়দরাবাদ। রবিচন্দ্রন অশ্বিন-যুজবেন্দ্র চাহালের স্পিন জুটির সামনে কার্যত আত্মসমর্পণ করেন সানরাইজার্স ব্যাটাররা। শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ হারে তারা।