সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ জুন মধ্যরাত থেকে ভারতীয় অর্থনীতিতে যুক্ত হল এক নয়া অধ্যায়। জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রধানমন্ত্রীর এক দেশ এক কর নীতিতে বড়সড় ধাক্কা খেয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি। সিনেমার টিকিটে জিএসটির সঙ্গে যুক্ত হয়েছে তামিলনাড়ু রাজ্য সরকারের বাড়তি ৩০ শতাংশ কর। এক ঝটকায় বেড়ে গিয়েছে টিকিটের দাম। আর তার জেরেই ৩ জুলাই থেকে ধরনা ও বনধের পথে তামিলনাড়ু সিনেমাহলের মালিকরা। গোটা রাজ্য জুড়ে দুদিন ধরে বন্ধ ১০০০-এর বেশি সিনেমাহল। যাতে ক্ষতির পরিমাণ প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা। বেশ কয়েকদিন ধরেই রাজ্য সরকারের সঙ্গে হল মালিকদের চলছে তরজা। বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের এই কর নিয়ে হল মালিকদের পাশাপাশি প্রশ্ন তুলেছেন অভিনেতারাও। এবার সেই নিয়েই টুইটারে সরব হলেন দক্ষিন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্ত।
[বন্ধুত্বের নয়া নজির, সলমনকে দারুণ উপহার দিলেন শাহরুখ]
জিএসটির নিয়ম অনুযায়ী ১০০ টাকার টিকিটে কর ধার্য করা হয়েছে ১৮ শতাংশ এবং ১০০ টাকার বেশি টিকিটের দাম হলে কর দিতে হবে ২৮ শতাংশ। এই পর্যন্ত তাও সব ঠিক ছিল। কিন্তু এর উপর তামিলনাড়ু রাজ্য সরকার মিউনিসিপ্যাল ট্যাক্স হিসাবে ধার্য করেছে আরও ৩০ শতাংশ। সবমিলিয়ে একটি টিকিটে মোট কর দিতে হচ্ছে ৫৮ শতাংশ। যা দেশের মধ্যে সবথেকে বেশি। যেখানে আশেপাশের রাজ্যে লোকাল ট্যাক্স নিমিত্তমাত্র, সেখানে কেন ৩০ শতাংশ ট্যাক্স দেবেন তালিমনাড়ুর মানুষ, সে নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সিনেমা হল বন্ধ থাকলে আস্তে আস্তে বাড়বে পাইরেসির বাজার, যা সরাসরি প্রভাব ফেলবে পুরো ইন্ডাস্ট্রিতে। যে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন। সারা দেশে বছরে ২.১ বিলিয়ন ডলার ব্যবসা করে টলিউড। শুধু দেশে নয়, দেশের বাইরেও এক বিশাল বাজার রয়েছে এই ইন্ডাস্ট্রির। সেখানে দাঁড়িয়ে যেভাবে রোজ কয়েক কোটি টাকা ক্ষতি হচ্ছে তাতে আশঙ্কিত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সিনেমার সঙ্গে যুক্ত সকলেই।
[এক মুখ দাঁড়ি-গোঁফ, চিনতে পারছেন এই তারকাকে?]
সোমবার অভিনেতা কমল হাসান বলেছেন, “ ধীরে ধীরে তামিলনাড়ুতে সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়ছে।“ ইন্ডাস্ট্রির অন্দরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলেও দাবি তাঁর। অন্যদিকে, সোশ্যাল সাইটে তামিলনাড়ু সরকারকে অনুরোধ করেন তামিল ছবির তালাইভা। তিনি টুইট করেন, “ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কথা মাথায় রেখে, তামিলনাড়ু সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, গুরুত্ব সহকারে বিষয়টি যেন বিবেচনা করা হয়।” তিনি শুধু ছবির অভিনেতাই নন, দক্ষিণ ভারতীয় ছবির দৌলতে সবাই মনে প্রাণে বিশ্বাস করেন যে রজনীস্যার সব পারেন, তাই তাঁর এই অনুরোধে যে সাড়া দেবে সরকার, সেই আশায় বুক বাঁধছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি।
The post হল মালিকদের পাশে দাঁড়িয়ে সরকারকে আরজি রজনীকান্তের appeared first on Sangbad Pratidin.