shono
Advertisement

‘রাম-সীতা’ অরুণ-দীপিকার সঙ্গে পায়ে হেঁটে অযোধ্যায় ‘লক্ষ্মণ’ সুনীল, ফিরল ‘রামায়ণ’-এর স্মৃতি

মান-অভিমান অতীত? রামমন্দির উদ্বোধনের ৫ দিন আগেই অযোধ্যা নগরীতে টেলিপর্দার রাম-সীতা-লক্ষ্মণ।
Posted: 02:50 PM Jan 17, 2024Updated: 03:21 PM Jan 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাম-সীতা’ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়ার কাছে আমন্ত্রণ গেলেও ব্রাত্য ‘লক্ষ্মণ’! রামমন্দির উদ্বোধনের (Ram temple consecration) আমন্ত্রণ না পেয়ে গত ডিসেম্বর মাসেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সুনীল লহরী। আক্ষেপের সুরে বলেছিলেন, “উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকদের সম্ভবত আমার করা ‘লক্ষ্মণ’-এর চরিত্রটা ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। কিংবা আমাকে নিয়ে ব্যক্তিগত কোনও সমস্যাও থাকতে পারে তাঁদের।” তবে সেই মান-অভিমান এখন অতীত। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন পাঁচেক আগেই অযোধ্যা নগরীতে পৌছঁলেন টেলিদর্শকদের অতি প্রিয় রাম-সীতা-লক্ষ্মণ।

Advertisement

বুধবার সকালে অযোধ্যায় একসঙ্গে পৌঁছন অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরীরা (Dipika, Arun Govil, Sunil Lahiri)। মন্দির চত্বর অবধি পায়ে হেঁটেই যান তাঁরা। পরনে দুই অভিনেতার হলুদ পাঞ্জাবী। পাশাপাশি অভিনেত্রীর পোশাকেও রং মিলান্তি ছোঁয়া। লাল পাড় হলুদ শাড়ি পরে দেখা গেল দীপিকাকে। অযোধ্যার রাজপথে তিন তারকার হাঁটার দৃশ্য যেন সেই আশির দশকের রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকের স্মৃতি উসকে দিল।

সূত্রের খবর, হামারে রাম আয়েঙ্গে গানের ভিডিও শুটের উদ্দেশেই দিন কয়েক আগে অযোধ্যায় পৌঁছেছেন অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরী। সোনু নিগমের কণ্ঠে যে গান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গুপ্তার ঘাট, হনুমানগড়ি, লতা চকের মতো লোকেশনে শুটিং হয়েছে সেই গানের ভিডিও। টেলিপর্দার রাম, সীতা, লক্ষ্মণ ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন তথা প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানেও যোগ দেবেন বলে খবর।

[আরও পড়ুন: রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে ‘লতা দিদি’র স্মৃতিতে কাতর মোদি, শেয়ার করলেন ভজন]

আটের দশকে টেলিপর্দায় শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। তাতেই লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লহরীকে। রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া। তুমুল জনপ্রিয়তা পান তিন তারকা। এখন রামায়ণের রাম-সীতা ও লক্ষ্মণের কথা উঠলে এই তিন জনের মুখই ভেসে ওঠে দর্শকদের মনে।

[আরও পড়ুন: রামনাম করে ট্রোলড গায়িকা চিত্রা, ‘কেরালাকে তালিবান রাজ্য হতে দেব না’, হুঙ্কার BJP নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement