shono
Advertisement
Ramiz Raja

'দলটাকে ধ্বংস করে দিলে', ইংল্যান্ডের কাছে বাবরদের হারের পর বিস্ফোরণ রামিজের

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল পাকিস্তান।
Published By: Krishanu MazumderPosted: 12:44 PM Jun 01, 2024Updated: 12:44 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ এসে গেল। পাকিস্তানের (Pakistan) ব্যাটিংয়ের পরিবর্তন কিন্তু হল না। বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ ২-০-এ হারল পাক দল। প্রথমবারের মতো ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
এই ওপেনিং পার্টনার দেখে প্রবল চটেছেন প্রাক্তন পাক ক্যাপ্টেন রামিজ রাজা (Ramiz Raja)। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, দলটাকে ধ্বংস করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ১৫৭ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৫.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পাকিস্তানের এহেন আত্মসমর্পণ দেখার পরে স্থির থাকতে পারেননি রামিজ রাজা।  

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে আজ ওয়ার্ম আপ ম্যাচ, পরিবেশ আর পিচই ভাবাচ্ছে রোহিতকে]


ক্ষিপ্ত প্রাক্তন পাক তারকা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ওপেনিং পার্টনারশিপ বদলে ফেলে দলটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু স্ট্রাইক রেট নয়, সবার আগে পরীক্ষানিরীক্ষার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। দলটাকে এই পরামর্শই দেব। ঠিকঠাক পরিকল্পনা করে মাঠে নামতে হবে। সেই পরিকল্পনা স্থির করো।'' 
২০ ওভারের ম্যাচে ১৫৭ প্রতিদ্বন্দ্বিতামূলক কোনও রান নয়। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন উসমান খান (৩৮)। বোলিংয়েও সেরকম কামড় ছিল না। সব মিলিয়ে ফ্লপ পাকিস্তান। 
পিসিবি-র প্রাক্তন প্রধান বলেন, ''স্ট্রাইক রেট নিয়ে ভয় দূর করো।  কারণ দলে সেরকম ধরনের কোনও ক্রিকেটারই নেই। তোমরা এই দলটার সর্বনাশ করেছ।''
এখানেই শেষ নয়। রামিজ আরও বলেন, ''ওপেনিং জুটি পরিবর্তন করে দিয়ে তোমরা দলটাকে নষ্ট করেছ। মিডল অর্ডারের কী ভূমিকা সেটাই ঠিকঠাক বোঝা গেল না। মিডল অর্ডারে অলরাউন্ডারদের পাঠানো হয়েছে। দুজন উইকেট কিপারকে পাঠানো হয়েছে। ফাস্ট বোলারদের পরিবর্তন করা হয়েছে। স্পিনাররা স্পিন করাতে পারেনি। সেই আত্মবিশ্বাসও নেই। ইমাদ ওয়াসিমকে প্রথম একাদশে রাখা হয়নি। দুপ্রান্তে কোনও মুভমেন্ট ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলটাকে অগোছালো দেখাল।''


টি-টোয়েন্টি সিরিজের ৪টি ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে পাকিস্তান। দুটো ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বিশ্বকাপের আগে কোনও প্রস্তুতি ম্যাচই নেই পাকিস্তানের। 

[আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে কথা বোর্ডের! ভারতীয় কোচের পদে নিশ্চিত কেকেআর মেন্টর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ এসে গেল।
  • পাকিস্তানের (Pakistan) ব্যাটিংয়ের পরিবর্তন কিন্তু হল না।
  • বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ ২-০-এ হারল পাক দল।
Advertisement