সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামপুরহাট কাণ্ড এবং সোমবার বিধানসভার হাতাহাতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bannerjee) সঙ্গে আলোচনা চান রাজ্যপাল জগদীপ ধনকড়। চলতি সপ্তাহের যে কোনও দিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আলোচনার জন্য আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, রামপুরহাটের হিংসা এবং বিধানসভার হাতাহাতি নিয়ে তিনি উদ্বিগ্ন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামনাসামনি আলোচনা চান তিনি।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি যথারীতি টুইটারে পোস্ট করেছেন ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্যপাল বলছেন,”রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়া এবং রামপুরহাট ও বিধানসভার উদ্বেগজনক ঘটনাক্রম নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা দরকার।” চলতি সপ্তাহের যে কোনও দিন রাজভবনে মমতাকে আমন্ত্রণের কথাও টুইটে জানিয়েছেন ধনকড়।
[আরও পড়ুন: মাটিয়া ধর্ষণ কাণ্ড: আদালতের নজরদারিতে হোক তদন্ত, জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে]
রামপুরহাট কাণ্ডে (Rampurhat Incident) সিবিআই তদন্তে গাফিলতি বা তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত হলে রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সেটা নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য,”আদালতের নির্দেশে এবং নজরদারিতে যে তদন্ত চলছে, তার পালটা যদি কোনও পদক্ষেপ করতে হয়, তাহলে সেটা করতে হবে আইনি পথেই। কোনওভাবেই রাস্তায় নেমে নয়” মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদের অবস্থান নিয়েছেন, রাজ্যপাল সেটা নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন।
[আরও পড়ুন: বিধানসভার অশান্তিতে বুকে চোট বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার, চিকিৎসার জন্য গেলেন দিল্লি]
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ধনকড়ের এই উদ্বেগ এবং মুখ্যমন্ত্রীকে আলোচনার ডাক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, “রাজ্যপাল বিজেপির প্রতিনিধির ভূমিকা পালন করছেন। অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলার আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল। যে দু’ একটি কুৎসিত ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ করেছেন। কিন্তু বিজেপি (BJP) রাজ্যের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে পিছনের দরজা দিয়ে মাথা গলানোর চেষ্টা করছে। রাজ্যের বিরুদ্ধে যে বৃহত্তর ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে, রাজ্যপাল তার অংশীদার হিসাবে কাজ করছেন।” সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কুণালবাবু বলেন, “সিবিআই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো শুরু থেকেই বলছেন সিবিআইকে (CBI) সহযোগিতা করা হবে। কিন্তু তদন্ত যদি প্রভাবিত করা হয়, তাহলে তার প্রতিবাদ তো রাস্তায় নেমে হবেই।”