shono
Advertisement

২২ বছর ধরে গভীর অরণ্যই ঘর, আমাজনের ‘টারজান’কে ঘিরে রহস্য

চাঞ্চল্যকর ভিডিও-তে দেখে নিন জারোয়াদের জীবনযাত্রা৷ The post ২২ বছর ধরে গভীর অরণ্যই ঘর, আমাজনের ‘টারজান’কে ঘিরে রহস্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Jul 22, 2018Updated: 04:07 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন বিশ্বের অনেক স্থান রয়েছে যেখানে পৌঁছাতে পারেনি তথাকথিত আধুনিক সমাজ৷ সেখানেও বসবাস করেন আমাদের মতোই মানুষ৷ যাদের সভ্য সমাজ উপজাতি বা ট্রাইবাল বা জারোয়া বলে ডাকে৷ আধুনিকতা, তথ্য-প্রযুক্তিগত উন্নতি, সামাজিকতা বোধ কিছুই ছুঁতে পারেনি এদের৷ নিজেদের পরিবেশে, নিজেদের মতোই করে বেড়ে উঠছে এরা৷ যেমনটা দেখা গিয়েছিল হলিউড সিনেমা ‘কিং কং’-য়ে৷ সত্যিই আন্দামান দ্বীপপুঞ্জের অনেকাংশে বা আমাজনের গভীর জঙ্গলে এখনও দেখতে পাওয়া যায় এদের৷ তবে এদের জীবনযাত্রা নিয়ে আধুনিক সমাজের কৌতূহলের শেষ নেই৷ অনেকবার চেষ্টা করেও আধুনিক মানুষ ব্যর্থ হয়েছে উপজাতি সম্প্রদায়ের  কাছাকাছি পৌঁছাতে, যারা গিয়েছেন আর ফেরেননি৷ তবে, সম্প্রতি ব্রাজিলের একটি সরকারি সংস্থা যে ভিডিও প্রকাশ করেছে, তা দেখলে হয়তো এই কৌতূহল কিছুটা নিরসন হতে পারে৷

Advertisement

[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]

প্রকাশিত ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে, ব্রাজিলের রন্ডনিয়া প্রদেশে আমাজনের গভীর জঙ্গলের মধ্যে এখনও বেঁচে থাকা একটি উপজাতি  সম্প্রদায়ের মানুষকে৷ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জঙ্গলের মধ্যে গাছ কাটছে সে৷ মুখে রয়েছে ভরতি দাঁড়ি, আনুমানিক বয়স পঞ্চাশের কাছাকাছি৷ সরকারি সংস্থাটি সূত্রে খবর, ১৯৮০-তে ওই অংশের গভীর জঙ্গলে প্রথম উপজাতি সম্প্রদায়ের মানুষদের বসবাসের খোঁজ পাওয়া গিয়েছিল৷ সময়ের সঙ্গে সঙ্গে সভ্য সমাজের অত্যাচারে উপজাতি গোষ্ঠীর অনেকেই সেখান থেকে অন্যত্র পালিয়ে গিয়েছে৷ কিন্তু প্রায় ২২ বছর ধরে একাই জঙ্গলে বাস করছে ওই ব্যক্তি৷ ফলে তার নিরাপত্তার বিষয়টি এখন নজরে রাখছে স্থানীয় প্রশাসন৷

[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]

জানা গিয়েছে, এর আগে ২০০৫-এ শেষবারের মতো এই ব্যক্তিকে দেখা গিয়েছিল৷ তখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ তবে, সভ্য সমাজের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখতে রাজি ছিল না সে, এখনও নয়৷ তারপর আবার কয়েকমাস আগে দেখা মিলল তার৷ এত বছর পরেও তাকে জীবিত থাকতে দেখে অনেকটাই নিশ্চিন্ত বলে জানিয়েছে ব্রাজিলের সরকারি সংস্থাটি৷

The post ২২ বছর ধরে গভীর অরণ্যই ঘর, আমাজনের ‘টারজান’কে ঘিরে রহস্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement