সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন রতন টাটা (Ratan Tata)। সে দেশের সরকারের পক্ষ থেকেই এই সম্মান কিংবদন্তি ভারতীয় শিল্পপতির হাতে তুলে দেওয়া হয়। তাঁর গলায় পদক ঝুলিয়ে দেন ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ফারেল।
জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে রতন টাটার অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান দেওয়া হয়েছে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির নেপথ্যেও টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের প্রচুর অবদান রয়েছে। তাছাড়া, বিভিন্ন সময়ে তিনি ক্যাঙারুর দেশে নানা সমাজ সেবামূলক কাজ করেছেন।
[আরও পড়ুন: ন’মাসে যেটা হল না ন’দিনে কী করে হল? প্রেসিডেন্সির সুপারকে তীব্র ভর্ৎসনা আদালতের ]
রতন টাটাকে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’র (AO) পদক তুলে দেওয়ার ছবি শেয়ার করেন রাষ্ট্রদূত ব্যারি ও’ফারেল। জানান, শুধু ভারতে নয় রতন টাটার কাজ তাঁকে অস্ট্রেলিয়ার মানুষের কাছেও সম্মানীয় করে তুলেছে।২০০৮ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল রতন টাটাকে।
তবে একাধিকবার তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। যদিও প্রবীণ শিল্পপতি নিজে ইচ্ছে প্রকাশ করেছিলেন, তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি বন্ধ হোক। কিন্তু এই দাবি ফের উঠেছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে রতন টাটাকে ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি তুলেছিলেন ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) পার্টির সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু।