shono
Advertisement

বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করছে এক টুকরো ভূস্বর্গ

বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে সযত্নে বহন করে নিয়ে চলেছে সিকিমের রাবাংলা৷ The post বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করছে এক টুকরো ভূস্বর্গ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Aug 27, 2016Updated: 04:31 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার কিলোমিটার উঁচুতে বসে চায়ে চুমুক দিতে দিতে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দর্শন৷ স্বপ্নের মতো শোনালেও রাবাংলায় পাড়ি দিলেই এ দৃশ্য বাস্তবে রূপান্তরিত হবে৷ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে সযত্নে বহন করে নিয়ে চলেছে সিকিমের রাবাংলা৷ সিকিমের সবকটি শহরের মধ্যে পর্যটকদের সবচেয়ে প্রিয় শহর এই রাবাংলা৷ শহরের ভিড়-ভাট্টা শব্দদূষণ থেকে বহুদূরে প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে কয়েকটা দিন কাটিয়ে আসার আদর্শ স্থান হল রাবাংলা৷

Advertisement

এবার জেনে নেওয়া যাক, রাবাংলার আকর্ষণীয় ও দর্শনীয় স্থান কোনগুলি৷

প্রথমদিনই ঘুরে নিতে পারেন তেমি চা বাগান৷ রাবাংলা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান৷ সেখানে খানিকক্ষণ সময় কাটানোর পর চলে আসুন রালাং হট স্প্রিং দেখতে৷

রালাং হট স্প্রিংয়ের কাছেই অবস্থিত রালাং মঠ৷ গৌতম বুদ্ধের অনেক গোপন কথা গচ্ছিত রয়েছে এই মঠে৷ ১৭৬৮ খ্রিষ্ট পূর্বাব্দে তৈরি এই মঠটিতে প্রতি বছরই নানা উৎসব হয়ে থাকে৷

অসুস্থ ব্যক্তিরা সুস্থ হতে পাড়ি দেন বোরোংয়ে৷ তাহলে বুঝতেই পারছেন এই এলাকার আবহাওয়া কতটা মনোরম৷ যাঁরা ট্রেকিং করতে যান, তাঁদের কাছেও এই এলাকা দারুণ পছন্দের৷

রালাং থেকে গাড়িতে সাত কিলোমিটার পথ গিয়ে প্রায় ৪৫ মিনিট হাঁটলে পৌঁছবেন বোরোংয়ে৷ তবে রঙ্গিত নদী থেকে বেরিয়ে আসা গরম জলের স্রোত দেখতে হলে আপনাকে সেখানে যেতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে৷

রাবাংলার অন্যতম আকর্ষণীয় জায়গা হল কেউজিং গ্রাম৷ সেখান থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মাংব্রু গোম্পা ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের শোভা দেখার মজাই আলাদা৷ রাবাংলা থেকে গাড়িতে ১২ কিলোমিটার গেলে পৌঁছবেন মেনামে৷ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে এখানে ভিড় জমান পর্যটকরা৷

রাবাংলা থেকেই অনেকে পেলিং(৫৫ কিলোমিটার), ইয়ুকসম (৯০ কিলোমিটার) ও নামচি (৪০ কিলোমিটার) ঘুরে নেন৷

কীভাবে যাবেন
শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে চেপে পড়ুন৷ সেখানে নেমে গাড়িতে ১১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই গন্তব্যে পৌঁছে যাবেন৷ আকাশপথে যেতে হলে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে৷ সেখান থেকে গাড়িতে ঘণ্টা চারেকের পথ হল রাবাংলা৷

কোথায় থাকবেন
প্রায় সারা বছরই এখানে পর্যটকরা ভিড় জমান৷ তবে সবচেয়ে বেশি ভিড় হয় মার্চ থেকে মে মাসের মধ্যে৷ সেই সময় গেলে আগে থেকে হোটেল বা রিসর্ট বুক করে রাখুন৷ শহরের কেন্দ্রে সমস্ত সুবিধাযুক্ত ছোট বড় বহু হোটেল পেয়ে যাবেন৷

The post বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করছে এক টুকরো ভূস্বর্গ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement