shono
Advertisement
Morning Habits

সাতসকালের এই অভ্যাস একধাক্কায় বাড়িয়ে দেয় বয়স! সতর্ক না হলে আপনারই ক্ষতি

এই ভুলগুলো আপনিও করেন না তো?
Published By: Tiyasha SarkarPosted: 08:18 PM Dec 20, 2025Updated: 08:18 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের নিয়মে বয়স বাড়বেই। তাকে ধরে রাখার সাধ্য নেই কারও। কিন্তু বয়স বাড়ার সঙ্গে জীবনে, চেহারায় যে পরিবর্তন আসে তা কিন্তু কেউই সহজে মেনে নিতে পারেন না। তাই শরীরচর্চা ও রূপচর্চায় বাড়তি নজর দেন সকলে। কিন্তু জানেন কি আপনার সাতসকালের কিছু অভ্যাসই এক ধাক্কায় বাড়িয়ে দেয় বয়স! সেই কাজগুলো আপনিও করেন না তো? জেনে নিয়ে সতর্ক হন এখনই।

Advertisement

১. ভুলেও প্রাতঃরাশ মিস করবেন না। সাতসকালে খালি পেটে থাকা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে স্ট্রেস হরমোন কার্টিজল বৃদ্ধি পায়, কমিয়ে দেয় মেটাবলিজম। যা ত্বকের উপর প্রভাব পড়ে। কমিয়ে দেয় এনার্জি লেভেল। দিনের পর দিন এই অভ্যাস আপনাকে বয়সের তুলনায় বয়স্ক দেখায়।

২. ঘুম থেকে উঠে প্রায় সকলেই প্রথমে ফোনে নজর রাখেন। কিন্তু এটা মারাত্মক ভুল। ঘুম ভাঙতেই চোখে নীল আলো, দুনিয়ার যত নেতিবাচক খবর মনকে ও মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে, আপনাকে লক্ষ্যচ্যুত করে। তাই চেষ্টা করুন ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় ফোন থেকে দূরে থাকার।

৩. ঘুম থেকে উঠে অনেকেই কফি খান। কিন্তু এটা শরীর ও ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। দিনের পর দিন একাজ করলে দ্রুত বুড়িয়ে যায় ত্বক।

৪. অনেকেই আছেন যারা বরাবরই দেরিতে ঘুম থেকে ওঠেন। ভোরের সূর্য দেখা তাঁদের হয়ে ওঠে না। সূর্যের মিঠে রোদ গায়ে মাখার প্রশ্নই নেই। এটা কিন্তু মোটেই ভাল অভ্যাস নয়। শরীর ও ত্বকে এর প্রভাব মারাত্মক ক্ষতিকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে খালি পেটে থাকা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে স্ট্রেস হরমোন কার্টিজল বৃদ্ধি পায়, কমিয়ে দেয় মেটাবলিজম।
  • ঘুম থেকে উঠে প্রায় সকলেই প্রথমে ফোনে নজর রাখেন। কিন্তু এটা মারাত্মক ভুল। ঘুম ভাঙতেই চোখে নীল আলো, দুনিয়ার যত নেতিবাচক খবর মনকে ও মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে, আপনাকে লক্ষ্যচ্যুত করে।
Advertisement