shono
Advertisement

আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না! ‘১০০ আসন’কটাক্ষের জবাবে নীতীশকে বিঁধল বিজেপি

শনিবারই নীতীশ কুমার বলেন, সব বিরোধী একজোট হলে ১০০ আসনে নেমে যাবে বিজেপি।
Posted: 04:05 PM Feb 19, 2023Updated: 04:05 PM Feb 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব বিরোধী একজোট হলে ১০০ আসনও পাবে না বিজেপি। নীতীশ কুমারের কটাক্ষের পালটা জবাব এল বিজেপির তরফে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ (Ravishankar Prasad) নীতীশকে তোপ দেগে বলে দিলেন, আপনার প্রধানমন্ত্রী হওয়ার শখ কোনওদিন পূরণ হবে না। বিজেপি নেতার দাবি, এনডিএ-তে (NDA) থাকাকালীন নীতীশ কুমার প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন।

Advertisement

একদিন আগেই নীতীশ কুমার বলেছিলেন সব দল একজোট হলে আগামী লোকসভা ভোটে বিজেপিকে (BJP) ১০০ আসনের মধ্যে গুটিয়ে দেওয়া যাবে। শনিবার বিহারে বামেদের এক সভায় কংগ্রেসের উদ্দেশে নীতীশ বলেন, “আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ শুনতে চাইলে বলব, একসঙ্গে লড়লে ওরা (বিজেপি) ১০০-র নিচে থমকাবে। আর যদি আমার পরামর্শ না মানতে চান তা হলে যা হবে তা আপনারা বুঝুন।’’ আরও বলেন, “আমি কংগ্রেসের (Congress) বন্ধুদের বলব, যাত্রা (ভারত জোড়ো যাত্রা) সফল পেয়েছে ঠিক কথা, কিন্তু তারা যেন এখানেই থেমে না যান।”

[আরও পড়ুন: ‘আন্দোলন প্রত্যাহার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই দেখবে’, DA বিক্ষোভকারীদের আহ্বান তৃণমূলের]

১০০ আসনের নিচে নেমে যাবে বিজেপি। নীতীশের সেই দাবি ভালভাবে নেয়নি গেরুয়া শিবির। রবিশংকর প্রসাদ এদিন বলে দিয়েছেন,”বিহার শাসন করতে পারত না, অথচ প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাতেপায়ে ধরত।” তাঁর হুঁশিয়ারি, “নীতীশ কুমার হোক বা অন্য কোনও নেতা, সবাইকে বলে দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশ অনেকটা এগিয়ে গিয়েছে। আরও এগোবে।”

[আরও পড়ুন: ১৯-২৫ ফেব্রুয়ারির Horoscope: বৃষ রাশির জাতকদের পদোন্নতির যোগ, আপনার কেমন যাবে সপ্তাহটি?]

বিজেপি নেতা বলছেন, কী জানি নীতীশ কুমারের (Nitish Kumar) কী হয়েছে? নিজের দল সামলাতে পারছেন না। কংগ্রেস পাত্তা দিচ্ছে না। আপনি কি দেবে গৌড়া বা ইন্দ্রকুমার গুজরাল হতে চান? আরেক বিজেপি নেতা গিরিরাজ সিং বলছেন, নীতীশ কুমার ১৭ বছরে বিহারে কিছু করতে পারেননি। তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement