shono
Advertisement
Faf du Plessis

'আমাদের বোলিং দুর্বল', মুম্বইয়ের কাছে হেরে সিরাজদের কাঠগড়ায় তুললেন ফ্যাফ

পঞ্চম ম্যাচ হারল আরসিবি। তার পরেই স্বীকারোক্তি অধিনায়কের।
Posted: 12:34 PM Apr 12, 2024Updated: 05:20 PM Apr 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) কাঠগড়ায় তুলেছেন তাঁর বোলারদের। আরসিবি-র বোলিং বিভাগে রক্তাল্পতা রয়েছে। তাই ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। রানের সংখ্যা আরও বাড়াতে হবে। বোলিং ব্যর্থতা ঢেকে দিতে হবে ব্যাটারদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে। যাতে বোলারদের হাতে যথেষ্ট পুঁজি থাকে। 
টুর্নামেন্টের মাঝে এভাবে কোনও অধিনায়ককে নিজের বোলিং বিভাগ নিয়ে সমালোচনা করতে দেখা যায়নি। ফ্যাফ ডু প্লেসিস বলেছেন, ''ব্যাটিংয়ের নিরিখে বলতে পারি আমাদের দুশো রানের কাছাকাছি করতে হবে। আমাদের বোলিং বিভাগে দুর্বলতা রয়েছে। ফলে ব্যাটিং বিভাগকে আরও দায়িত্ব নিতে হবে। আরও বেশি রান করতে হবে।''

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলবেন কার্তিক! স্টাম্প মাইকে রোহিতের ভাইরাল বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা


মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বৃহস্পতিবার হার মেনেছে আরসিবি। ফ্যাফ ডু প্লেসিকে বলতে শোনা গিয়েছে, ''আমাদের বোলিংয়ে ভেদ্যতা কম। বিপক্ষের দু-তিনটে উইকেট ফেলতে হবে পাওয়ারপ্লেতে। প্রথম চার ওভার হয়ে যাওয়ার পরে মনে হয়, আমরা ব্যাকফুটে।''
এই সাত উইকেটে হার মেনে নেওয়া কঠিন। ডু প্লেসিস বলছেন, ''এই তেতো বড়ি গেলা কঠিন। ২১৫-২২০ রান দরকার ছিল। ১৯০ রানও যথেষ্ট নয়। কিছু কিছু ভেন্যুতে এই রান অনেক বলে মনে হতে পারে। কিন্তু শিশির সমস্যা বড় হয়ে দেখা দেয়। বহুবার বল পরিবর্তন করি। ক্রিকেটই একমাত্র খেলা যেখানে পরিস্থিতি বদলালে তার প্রভাব পড়ে।''

[আরও পড়ুন: ও ভারতের জার্সিতেও খেলে! হার্দিকের পাশে দাঁড়িয়ে কটাক্ষ থামানোর অনুরোধ বিরাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চম ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) কাঠগড়ায় তুলেছেন তাঁর বোলারদের।
  • আরসিবি-র বোলিং বিভাগে রক্তাল্পতা রয়েছে।
  • তাই ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। রানের সংখ্যা আরও বাড়াতে হবে।
Advertisement