shono
Advertisement
MS Dhoni

হুবহু ক্যাপ্টেন কুল! RCB-র বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে 'লেডি ধোনি'র তকমা পেলেন বাংলার রিচা

রিচার ২৭ বলে অপরাজিত ৬৪ রানের চোখ ধাঁধানো ইনিংস সাজানো ছিল চারটি ছক্কা ও সাতটি বাউন্ডারি দিয়ে।
Published By: Sulaya SinghaPosted: 01:32 PM Feb 15, 2025Updated: 01:57 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারকাটারি ইনিংস আর রুদ্ধশ্বাস রান তাড়ায় জমজমাট মহিলা আইপিএলের উদ্বোধনী ম্যাচ। যে ম্যাচ প্রায় হারতে বসেছিল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই খেলাই ঘুরিয়ে দিলেন বাংলার রিচা ঘোষ। আর গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মূল্যবান ইনিংসের সৌজন্যে পেলেন 'লেডি ধোনি' তকমা।

Advertisement

শুক্রবার স্মৃতি মন্ধানার দলের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে গুজরাট জায়ান্টস। বিশাল রানের লক্ষ্য তাড়া করে শুরুটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। মাত্র ৯ রানে ফেরেন দুরন্ত ফর্মে থাকা স্মৃতি। ড্যানি ওয়াট-হজও ৪ রানে আউট হন। মাত্র ১৪ রানে ২ উইকেট হারানো আরসিবিকে জয়ের স্বপ্ন দেখানো শুরু করেন এলিসে পেরি (৫৭)। তবে রাঘবি বিস্তের ধীর গতির ইনিংস চাপ বাড়িয়ে দেয়। ম্যাচ জিততে যখন ৪৪ বলে প্রয়োজন ৯৩ রান, ঠিক তখন ঝড় তোলেন রিচা। অ্যাশলে গার্ডনারের এক ওভারে তোলেন ২৩ রান। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করে চমকে দেন তিনি। তাঁর ২৭ বলে অপরাজিত ৬৪ রানের চোখ ধাঁধানো ইনিংস সাজানো ছিল চারটি ছক্কা ও সাতটি বাউন্ডারি দিয়ে।

রিচা ও কনিকা আহুজার দুর্দান্ত পার্টনারশিপেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। আর সেই সঙ্গে নয়া রেকর্ডের মালিক হয়ে যায় দল। ডব্লিউপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। শুধু তাই নয়, মহিলা ঘরোয়া ক্রিকেট এবং যে কোনও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে এটাই সর্বোচ্চ পারফরম্যান্স। আর ম্যাচের পর থেকেই চর্চায় ফিনিশার রিচা। ক্রিকেটপ্রেমীরা বলছেন, ধোনির মতোই দায়িত্ব নিয়ে ম্যাচ জেতালেন রিচা। কেউ কেউ লিখেছেন, হুবহু ধোনি। দুরন্ত শটে খেলা শেষ করে ক্যাপ্টেন কুলকে মনে করালেন রিচা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিচা ও কনিকা আহুজার দুর্দান্ত পার্টনারশিপেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।
  • আর সেই সঙ্গে নয়া রেকর্ডের মালিক হয়ে যায় দল।
  • ডব্লিউপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়।
Advertisement