shono
Advertisement

নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নিজে একাধিক রেকর্ড গড়েছেন, ভেঙেছেন। কিন্তু রবিবারের ‘অভিশপ্ত’ রাতে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স এক নতুন রেকর্ড তৈরি করল। এমন এক রেকর্ড যা দ্রুত ভুলে যেতে চাইবেন কোহলি অ্যান্ড কোম্পানি। [নাইট পেসারদের সুইংয়ে ইডেনে বিধ্বস্ত বিরাটবাহিনী] কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অল আউট কোহলিরা। […] The post নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 AM Apr 24, 2017Updated: 10:56 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নিজে একাধিক রেকর্ড গড়েছেন, ভেঙেছেন। কিন্তু রবিবারের ‘অভিশপ্ত’ রাতে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স এক নতুন রেকর্ড তৈরি করল। এমন এক রেকর্ড যা দ্রুত ভুলে যেতে চাইবেন কোহলি অ্যান্ড কোম্পানি।

Advertisement

[নাইট পেসারদের সুইংয়ে ইডেনে বিধ্বস্ত বিরাটবাহিনী]

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অল আউট কোহলিরা। আইপিএল-এর ইতিহাসে এত কম রানে এর আগে কোনও দল অল আউট হয়নি। একজন ব্যাটসম্যানও ডবল ফিগারে পৌঁছতে পারেননি৷ ম্যাচের পর আরসিবি-র এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় হাসি-ঠাট্টা। কেউ লেখেন, বিরাটদের ব্যাটিং লাইন-আপের স্কোর দেখে কারও মোবাইল নম্বর মনে হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক তেমনই কিছু মজাদার টুইট-

The post নাইটদের কাছে শোচনীয় হার, সোশ্যাল মিডিয়ায় খোরাক কোহলিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement