shono
Advertisement

পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন?

দিনের পর দিন লোকসান হচ্ছে আপনার? The post পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Feb 17, 2017Updated: 12:29 PM Feb 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির পর থেকেই মোবাইল ওয়ালেট ব্যবহারের হিড়িক পড়েছে৷ ডিজিটাল লেনদেন যত বাড়ছে পেটিএম, ফ্রিচার্জের জনপ্রিয়তাও বাড়ছে রমরমিয়ে৷ তাতে লেনদেনে অনেক সুবিধা হলেও, আসলে কিন্তু ক্ষতিই হচ্ছে সাধারণ গ্রাহকের৷

Advertisement

আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!

সম্প্রতি এ বিষয়ে আলোকপাত করেছেন এইডডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরি৷ তাঁর মতে, ব্যবসার ক্ষেত্রে এই ধরনের মোবাইল ওয়ালেটের ভবিষ্যৎ তেমন কিছু নয়৷ পেটিএমের নাম উল্লেখ করেই তিনি বলেন, কোম্পানির এই মুহূর্তে ১৬০০ কোটি টাকা লোকসান আছে৷ আরও পরে এই ধরনের সংস্থাগুলির কী হবে তা নিয়ে তিনি সন্দিহান৷ মোবাইল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার কথা তিনি তুলে ধরেছেন৷ যেমন, এই ধরনের মোবাইল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করতে হলে গ্রাহক ও গ্রহীতার একই ওয়ালেট থাকতে হয়৷ সেটা একটা সমস্যা৷ তবে মূল সমস্যা অন্য জায়গায়৷ লেনদেনের সুবিধার্থে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা এই ওয়ালেটে রাখা হয়, তার উপর আর কোনও সুদ পাওয়া যায় না৷ ব্যাঙ্কের মতো কোনও ইন্টারেস্ট দেয় না মোবাইল ওয়ালেট৷ ফলে এখানে টাকা রেখে দেওয়া মানে আদতে লোকসানই হচ্ছে সাধারণ মানুষের৷ এছাড়া ছোট ব্যবসায়ীরা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ২৫,০০০ টাকার বেশি লেনদেন করতে পারে না৷ এই সব অসুবিধার কথা মাথায় রেখেই এই ধরনের ওয়ালেটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আছে তাঁর৷

ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা

The post পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement