shono
Advertisement

নাড্ডাকে স্বাগত বিক্ষুব্ধ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে জল্পনা

বেশ কয়েকমাস আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়।
Posted: 10:31 AM Feb 14, 2023Updated: 03:52 PM Feb 14, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিন দুই আগে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান বঙ্গের গেরুয়া ব্রিগেডের একঝাঁক নেতা। কিন্তু তারই মধ্যে দেখা গেল অন্য শিবিরের একজনকে। সদ্য পুরনো সেই ছবি ভাইরাল হওয়ায় বেজায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি। শনিবার রাতে নাড্ডাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায়! হাতজোড় করে তাঁকে নমস্কার করে শুভেচ্ছা বিনিময়েও করেন নাড্ডা-জয়। সেই ছবি ভাইরাল হতেই তুঙ্গে জল্পনা। তবে কোন দলে জয় বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নাকি বিজেপিতে?

Advertisement

গত শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-সহ বিজেপি নেতারা। ছিলেন প্রাক্তন সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে সেখানে উপস্থিত হন বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC)যোগ দেওয়া নেতা জয় বন্দ্যোপাধ্যায়! তাঁর উপস্থিতিতে সবাই কার্যত চমকে ওঠেন।

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট এবার উপত্যকার লিথিয়াম খনি! কেনাবেচা করলেই হামলার হুমকি জইশের সঙ্গীর]

কয়েক মাস আগে তৃণমূলে ফিরে গিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। তবে নাড্ডাকে স্বাগত জানাতে তিনি কেন গেলেন? কী করেই বা গেলেন? কে তাঁর নাম পাঠাল? এমনই হাজারও প্রশ্ন উঁকি দেয় বিজেপি নেতাদের মনে। নিয়ম অনুযায়ী, দিল্লি থেকে কোনও শীর্ষস্থানীয় নেতা এলে স্বাগত জানাতে কারা যাবেন, তা ঠিক করে দেয় বিজেপি রাজ্য নেতৃত্ব। সেইমতো তাঁদের নাম পাঠিয়ে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআরপি কর্তৃপক্ষের কাছে, যাতে প্রবেশের অনুমতি মেলে। তবে কি বিজেপি অফিস থেকেই নাম এসেছিল জয় বন্দ্যোপাধ্যায়ের?

[আরও পড়ুন: প্রেমদিবসে একাকিত্বের কাঁটা? গোলাপ হাতে হাজির ‘ভাড়ার বয়ফ্রেন্ড’!]

এই নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কার্যত ঢোঁক গিলছে। কেউই কোনও উত্তর দিতে পারছেন না। তবে নাড্ডাকে স্বাগত জানাতে যাওয়ার তালিকায় জয় বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলে সিআরপি হাই প্রোফাইল ভিভিআইপি-র কাছে তাঁকে ঘেঁসতে দিত না। তাহলে তিনি কীভাবে নাড্ডাকে ফুল দিয়ে স্থাগত জানালেন? তবে কি আবার তিনি পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে বিজেপিতে ফিরে এলেন? তারও কোনও স্পষ্ট উত্তর নেই। এখন বিজেপির প্রোটোকল ইনচার্জকেই দুষছেন সকলে। ভিভিআইপি এলে তাঁরই দায়িত্ব স্বাগত জানানোর। কিন্তু জানা গিয়েছে, জয় বন্দ্যোপাধ্যায় যে ওইদিন বিমানবন্দরে যাবেন, তা তিনি জানতেনই না। ফলে বিষয়টি নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement