shono
Advertisement

কোন ব্যাঙ্কে জমা পড়ল বেশি পুরনো নোট, খতিয়ে দেখবে ইডি

মূলত যে শাখাগুলিতে বড় অঙ্কের পুরনো নোট জমা পড়েছে সেখানেই হানা দেবেন ইডি আধিকারিকরা৷ The post কোন ব্যাঙ্কে জমা পড়ল বেশি পুরনো নোট, খতিয়ে দেখবে ইডি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Dec 07, 2016Updated: 02:47 PM Dec 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশের ব্যাঙ্কগুলিতে জমা পড়ছে বাতিল নোট৷ তা নিয়ে উঠছিল নানা অভিযোগও৷ ব্যাঙ্ক কর্মীদের সহায়তাতেই বিপুল পরিমাণ কালো টাকা সাদা হচ্ছিল বলে দাবি উঠছিল৷ এবার পুরো ব্যাপারটিই খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)৷

Advertisement

গত 8 নভেম্বর থেকে দেশে বাতিল হয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট৷ কালো টাকার রমরমা রুখতেই এ অভিযান৷ তবে নিয়মের ফাঁক গলেই অনেকে কালো টাকা সাদা করাচ্ছিলেন বলে অভিযোগ আসছিল৷ কোনও কোনও ব্যাঙ্কে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ছিল বলেও জানা গিয়েছিল৷ এমনকী কমিশন নিয়ে কালো টাকা সাদা করতে বেশ কিছু চক্রও সক্রিয়৷ কোনও কোনও ক্ষেত্রে জড়িত ধর্মগুরুরাও৷ গত প্রায় একমাস ধরে এরকম নানা ঘটনা সামনে আসছিল৷ এবার সে ব্যাপারে সক্রিয় হল প্রশাসন৷ এর আগে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ ব্যাঙ্ক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল৷ এবার নজর ব্যাঙ্কের লেনদেনে৷ জানা যাচ্ছে, সারা দেশের ১০টি ব্যাঙ্কের ৫০টি শাখার লেনদেন খতিয়ে দেখবে ইডি৷ কোন ব্যাঙ্কের কোন শাখায় বেশি টাকা জমা পড়েছে সেই তথ্য হাতে এলেই চিহ্নিত করা যাবে বিশেষ বিশেষ অঞ্চলগুলিকে৷ অর্থাৎ কোথায় কালো টাকার লেনদেন সবথেকে বেশি, কোন অঞ্চলে সক্রিয় ছিল কালো টাকা সাদা করার চক্র, তা জানতে পারবে প্রশাসন৷ লেনদেনে কোনওরকম দুর্নীতি হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ইডি৷ মূলত যে শাখাগুলিতে বড় অঙ্কের পুরনো নোট জমা পড়েছে সেখানেই হানা দেবেন ইডি আধিকারিকরা৷

 

The post কোন ব্যাঙ্কে জমা পড়ল বেশি পুরনো নোট, খতিয়ে দেখবে ইডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement