shono
Advertisement

অসমে দেখা মিলল বিলুপ্তপ্রায় রেড পান্ডার, দেখুন ভিডিও

পূর্ব হিমালয়ের দেখা মেলে এই প্রাণীটির। The post অসমে দেখা মিলল বিলুপ্তপ্রায় রেড পান্ডার, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM May 30, 2017Updated: 12:12 PM May 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ প্রধানত পূর্ব হিমালয়ের বনে-জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট প্রাণীটির। নিজেদের এলাকার বাইরে বড় একটা বেরোয় না এরা। তাই অসমের তেজপুর-তাইওয়াঙ হাইওয়ে লাগোয়া জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে বেজায় নাস্তানাবুদ হতে হল একটি রেড পান্ডাকে। রাস্তার বেশ কয়েকটি কুকুরের তাড়া খেয়ে প্রাণভয়ে একদিক-সেদিক ছুটোছুটি করছিল সে। শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে সশস্ত্র সীমা বল বা এসএসবি জওয়ানরা। খবর দেওয়া হয় বন দফতরে। উদ্ধার হওয়া প্রাণীটিকে নিরাপদ জায়গায় নিয়ে যান বন দপ্তরের আধিকারিকরা। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

 

#WATCH Red Panda (endangered species) which was being chased & attacked by stray dogs rescued by SSB along Tezpur-Tawang highway pic.twitter.com/UXNlnQNBvu

— ANI (@ANI_news) 30 May 2017

দ্রুত নগরায়ন, চোরাশিকার-সহ নানা কারণে রেড পান্ডাদের সংখ্যা বিপজ্জনকভাবে কমছে। সারা বিশ্বে এখন রেড পান্ডার সংখ্যা ১০ হাজারেরও কম। রেড পান্ডাকে বিলুপ্তপ্রায় প্রাণী বলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN।

The post অসমে দেখা মিলল বিলুপ্তপ্রায় রেড পান্ডার, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার