সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলন, বিক্ষোভ, পালটা আন্দোলন ও বিক্ষোভে বিপর্যস্ত আধুনিক সভ্যতার শিল্প রাজধানী প্যারিস। সাম্প্রতিককালে দু’মাস ধরে লাগাতার এত বিক্ষোভ আন্দোলন দেখেনি প্যারিস। অশান্তি, আগুন, রাজনৈতিক হিংসায় জ্বলছে ফ্রান্সের রাজধানী। জ্বালানির দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে লাফিয়ে। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়া হয়েছে সরকারের আয় বাড়াতে এক গুচ্ছ কর চাপানোর সিদ্ধান্ত। বেশিরভাগ জিনিসের উপর করের হার বাড়িয়েছে সরকার। ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সরকারের উপর ভয়ানক চটেছেন দেশবাসী। আন্দোলন, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগে উত্তাল রাজপথ।
[পাইলটের সুখটানের জন্য নেপাল বিমান দুর্ঘটনায় মৃত্যু ৫১ যাত্রীর]
গত ডিসেম্বর মাস জুড়ে প্যারিসে ও বড় শহরগুলির রাস্তা দাপাচ্ছে ইয়েলো ভেস্ট বা হলুদ জ্যাকেট পরা আন্দোলনকারীরা। এরা সংখ্যায় লক্ষাধিক। আন্দোলনের তেজ কিছুটা স্তিমিত হতেই এবার অন্য চেহারা দেখল প্যারিস। হলুদ জ্যাকেট পরিহিত হিংস্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পালটা স্লোগান দিয়ে এবার পথে নামল রেড স্কার্ভস তথা লাল রুমালের দল। গলায়, মাথায় লাল রুমাল জড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে হাজার হাজার জনতা সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলেছেন প্যারিসের রাস্তায় হাতে তাঁদের ফরাসি জাতীয় পতাকা এবং ইউরোপীয় ইউনিয়নের নীল পতাকা। তাঁদের হাতে প্ল্যাকার্ডে, ব্যানারে হলুদ জ্যাকেটধারী আন্দোলনকারীদের প্রতি ব্যঙ্গ, ক্রোধ, ক্ষোভ ঝরে ঝরে পড়ছে।
আন্দোলনের নামে অসহায় নাগরিকদের উপর হেনস্তা, অত্যাচার, জাতীয় সম্পত্তি ধ্বংস করার বিরুদ্ধে রাজপথে মিছিল করেছেন এই ১০ হাজার লাল রুমালধারী আন্দোলনকারী। গণতন্ত্রের পীঠস্থানে নাগরিক অধিকার বজায় রাখতেই রবিবার পাল্টা পথে নামেন তাঁরা। এমনটাই দাবি রেড স্কার্ভসদের। প্রবল বৃষ্টি আর ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেন নেশনস স্কোয়ার থেকে বাস্তিল মনুমেন্ট পর্যন্ত। এদিকে, হলুদ জ্যাকেটবাহিনীর প্রথম সারির এক সক্রিয় আন্দোলনকারী জেরম রডরিগস তাঁর ফেসবুক পোস্টে দাবি করেছেন, পুলিশের রাবার বুলেটে তিনি মারাত্মক জখম হয়েছেন। তাঁর একটি চোখ নষ্ট হতে বসেছে। বিএফএম টিভি চ্যানেল জখম রডরিগসের সাক্ষাৎকার সম্প্রচার করেছে।
[পুরুষের নজর এড়াতে তরুণীদের স্তনে গরম পাথরের ছেঁকা!]
The post হলুদ জ্যাকেটের পালটা, এবার প্যারিসের পথে নামল লাল রুমাল appeared first on Sangbad Pratidin.