সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের বিকাশ করার যে মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলতে চায় বিজেপি, সেই মন্ত্রই সকলের সামনে তুলে ধরতে হবে। কোনও ভাবেই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে রাজনীতির মান নিচে নামানো চলবে না। এভাবেই দলের সোশ্যাল মিডিয়া দল তথা আইটি সেলকে পরামর্শ দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)।
বিজেপির তরফে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিজেপির সোশ্যাল মিডিয়া দলই উপস্থিত ছিল ওই ওয়ার্কশপে। সেখানেই ভাষণ দেওয়ার সময় এই কথা বলতে শোনা যায় নাড্ডাকে। দলের এক নেতা জানিয়েছেন, ”বিজেপি সভাপতি জে পি নাড্ডা রাজ্য দলগুলির কাছে বার্তা দিয়েছেন সবাই যেন সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াসের মূল্যবোধ মেনে চলেন। সেই সঙ্গে সকলকে জানিয়েছেন, রাজনীতির মান তাঁরা যেন নিচে নামতে না দেন। সে বিরোধীরা যে ন্যারেটিভই বেছে নিক না কেন।”
[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]
পাশাপাশি সোশ্যাল মিডিয়ার গুরুত্ব এবং সমাজের বৃহত্তর অংশ বিশেষত যুবসমাজে তার প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা করেন নাড্ডা। বলেন, কোনও সাম্প্রতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কীভাবে দলের বক্তব্য পেশ করা যায়, তা নিয়েও। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সব দলকেই মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম বিজেপি। তারা যে সোশ্যাল মিডিয়াকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা এদিন স্পষ্ট হয়ে উঠল নাড্ডার কথায়।
তবে সেই সঙ্গে দলের কার্যকর্তাদের কথাও বলতে শোনা যায় নাড্ডাকে। তাঁদের রীতিমতো প্রশস্তি করেন তিনি। দাবি করেন, দেশের মধ্যে গেরুয়া শিবিরের কার্যকর্তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রতিভাবান। তাঁদের একত্রে ‘ট্যালেন্টের ব্যাংক’ বলে উল্লেখ করেন নাড্ডা।