shono
Advertisement

বদলির নির্দেশ অমান্য করলে আটকাবে পদোন্নতি, কড়া পদক্ষেপ রেলের

৩০ আগস্ট থেকে চালু নয়া বদলি নীতি। The post বদলির নির্দেশ অমান্য করলে আটকাবে পদোন্নতি, কড়া পদক্ষেপ রেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Sep 04, 2018Updated: 03:41 PM Sep 04, 2018

সুব্রত বিশ্বাস: নাপসন্দ জায়গা। নয়া কর্মস্থল যদি পছন্দ না হয়, তাহলে কোনওমতে বদলি করা যাবে না রেলকর্তাদের। ফলে রেলের পরিষেবা যেমন ধাক্কা খাচ্ছে, তেমনি আবার দুর্নীতির অভিযোগ উঠেছে। রেল কর্মীদের একাংশের দাবি, অপছন্দের জায়গার বদলি রুখতে রেলকর্তাদের সাহায্য করেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, এমনকী রাজনৈতিক নেতারাও। এই রেওয়াজে ইতি টানতে কড়া পদক্ষেপ নিল রেল।বদলির নির্দেশ অমান্য করলে আর পদোন্নতিও হবে না।

Advertisement

[ যোধপুরে ভেঙে পড়ল মিগ-২৭, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণহানি রুখলেন পাইলট]

৩০ আগস্ট থেকে প্রতিটি বিভাগে পদস্থ আধিকারিকদের বদলি নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে রেলবোর্ড। প্রতিটি জোনের জিএমদের চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নয়া বদলির নীতি কার্যকর হবে শুধুমাত্র রেলের অফিসারদের ক্ষেত্রে। রেল বোর্ডের নির্দেশ, বদলির নির্দেশ জারি হওয়ার সর্বোচ্চ একমাসের মধ্যে নয়া কর্মস্থলে কাজে যোগ দিতে হবে রেলকর্তাদের। জানা গিয়েছে, নির্দেশ জারি হওয়ার পরই অপছন্দের জায়গায় বদলি রুখতে মন্ত্রী-সাংসদ, এমনকী প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হন রেলকর্তারা। এদিকে আবার যেখান থেকে বদলি নেওয়ার কথা সেই জায়গা বদলে কর্মী যোগ না দেওয়ায় নির্দেশ কার্যকর করেন না বহু অফিসারই। এই ধরনের অনীহা দেখালেই এবার থেকে সংশ্লিষ্ট রেলকর্তার পদোন্নতি আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।

জানা গিয়েছে, রেলের বহু জোনে পদকর্তাদের এই নীতিতে পরিষেবা যেমন ব্যাহত হয়,  তেমনি একই জায়গায় বেশি দিন থাকায় দুর্নীতির অভিযোগের সংখ্যাও বাড়তে তাকে লাফিয়ে লাফিয়ে। ফলে চরম অস্বস্তিতে পড়তে হয় রেল কর্তৃপক্ষকেই। সবচেয়ে বেশি সমস্যা হয় ইঞ্জিনিয়ারিং, কমার্শিয়াল, অপারেশন, আরপিএফ বিভাগে। আরপিএফের মতো সুসংগঠিত আধা সামরিক বাহিনীতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিচুতলায় কী হবে? এই প্রশ্নও উঠে এসেছে বারবার। রেলবোর্ডের কর্তারাই বলছেন, পূর্ব রেলের আইজি বদলির মেয়াদ শেষ হওয়ার চূড়ান্ত সময়সীমা এক বছরের বেশি অতিক্রম হয়েছে। কিন্তু তার জায়গায় কেউ না আসায়, এখনও এলাহাবাদে কাজে যোগ দিতে পারেননি পূর্ব রেলের আইজি। পূর্ব রেলের আইজির পদে যোগ দেওয়ার কথা অনুপ শ্রীবাস্তবের। কিন্তু বদলির নির্দেশ অগ্রাহ্য করে আইআরসিটিসিতে যোগ দিয়েছেন তিনি। এবার এই ‘ইচ্ছা-নীতি’ বন্ধে কড়া পদক্ষেপ করল রেলবোর্ড।

[বন্যার পর কেরলে থাবা ‘ব়্যাট ফিভার’-এর, জারি হাই অ্যালার্ট]

The post বদলির নির্দেশ অমান্য করলে আটকাবে পদোন্নতি, কড়া পদক্ষেপ রেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement