shono
Advertisement
Bank Holidays

এপ্রিলে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ব্যাঙ্কমুখী হওয়ার আগে জেনে নিন

রইল সম্পূর্ণ তালিকা।
Published By: Biswadip DeyPosted: 07:18 PM Apr 01, 2025Updated: 08:06 PM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসের মতো এপ্রিল মাসেও বেশ কয়েকদিন ছুটি থাকবে ব্যাঙ্ক। নতুন অর্থবর্ষের শুরুর প্রথম মাসেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। সব মিলিয়ে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। এপ্রিলে কোন তারিখে কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সেই তালিকা। ব্যাঙ্কমুখী হওয়ার আগে জেনে নিন। রইল সম্পূর্ণ তালিকা-

১ এপ্রিল: বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সারা দেশে নয়। ব্যাঙ্ক খোলা থাকবে মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয়, ছত্তিশগড় ও বাংলায়।
৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ এপ্রিল: সাপ্তাহিক ছুটি (গোটা দেশে)
১০ এপ্রিল: মহাবীর জয়ন্তী (অধিকাংশ রাজ্যে)
১২ এপ্রিল: দ্বিতীয় শনিবার (গোটা দেশে)
১৩ এপ্রিল: সাপ্তাহিক ছুটি (গোটা দেশে)
১৪ এপ্রিল: আম্বেদকর জয়ন্তী (কিছু রাজ্যে)
১৫ এপ্রিল: বাংলা নববর্ষ. হিমাচল দিবস, বোহাগ বিহু (কিছু রাজ্যে)
১৬ এপ্রিল: বোহাগ বিহু (গুয়াহাটি)
১৮ এপ্রিল: গুড ফ্রাইডে (অধিকাংশ রাজ্যে)
২০ এপ্রিল: সাপ্তাহিক ছুটি (গোটা দেশে)
২১ এপ্রিল: গরিয়া পুজো (আগরতলা)
২৬ এপ্রিল: চতুর্থ শনিবার (গোটা দেশে)
২৭ এপ্রিল: সাপ্তাহিক ছুটি (গোটা দেশে)
২৯ এপ্রিল: পরশুরাম জয়ন্তী (সিমলা)
৩০ এপ্রিল: বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয়া (বেঙ্গালুরু)

প্রসঙ্গত, গোটা মাসের এই ছুটির তালিকা মাথায় রেখে সেই ভাবেই ব্যাঙ্কিংয়ের পরিকল্পনা করুন। বিশেষত টাকা তোলা, চেক জমার মতো কাজ করতে চাইলে ছুটির দিনগুলি মাথায় রাখতে হবে। তবে এই দিনগুলোয় ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যথারীতি চালু থাকবে। এটিএম থেকে টাকাও তোলা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে।
  • আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার।
  • তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে।
Advertisement