shono
Advertisement
Heidi Klum

উন্মুক্ত স্তন, জনবহুল সৈকতে ১৬ বছরের ছোট স্বামীর সঙ্গে জলকেলি সুপারমডেলের! ভাইরাল ছবি

এই নিয়ে এই মাসে দু'বার জনসমক্ষে নগ্ন হলেন তিনি।
Published By: Sangbad Pratidin DigitalPosted: 08:34 PM Dec 30, 2025Updated: 08:38 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নগ্নতার জন্য শিরোনামে জার্মান সুপারমডেল। বরাবরই তাঁর চমৎকারের ফিগারের জন্য জনপ্রিয় তিনি। এবার সেই সুপারমডেল হেইডি ক্লামকে দেখা গেল স্বামীর সঙ্গে সৈকতে সময় কাটানোর সময় আচমকাই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে দিয়ে রোদ পোহাতে।

Advertisement

বিলাসবহুল ফরাসি-ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট বার্টস। সেখানে ষোলো বছরের ছোট স্বামীকে নিয়ে ছুটি কাটাতে এসেছেন চার সন্তানের জননী হেইডি। তাঁর স্বামী টম কোলিৎজ টোকিওর হোটেলে গিটার বাজান। ছ'বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন হেইডি ও তিনি। কর্মব্যস্ততা ভুলে দু'জনে সাময়িক ব্রেক নিতে এখানে এসেছেন। ছুটির মেজাজে থাকা ব্লন্ড বম্বশেলকে দেখা গেল আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অবস্থায়। স্তনকে আড়াল করে রাখা বিকিনির অংশটি খুলে ফেলে স্রেফ একখণ্ড কাপড়ে নিম্নাঙ্গ ঢেকে স্বামীর সঙ্গে জলকেলি করতে থাকেন তিনি। তবে তাঁর মাথায় ছিল টুপি, চোখে রোদচশমা।

এই সময়ই তাঁকে লেন্সবন্দি করে ফেলেন ফরাসি ফ্যাশন ফটোগ্রাফার অ্যান্টনি ভার্গলাস। তিনি আবার হেইডির দীর্ঘদিনের বন্ধুও। বান্ধবীর ছুটিবিলাসের এমন ছবি তিনি না তুলে পারেননি। ফরসা ত্বকে রোদ পিছলে যাওয়ার এমন দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিতে হেইডিকে অনায়াসে ঘুরে বেড়াতে দেখা দিয়েছে। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত না থাকা সত্ত্বেও তাঁর মধ্যে কোনও ব্রীড়া ছিল না।

এই মাসে তিনি আরও একবার শিরোনামে এসেছিলেন জনসমক্ষে নগ্ন হয়ে। একটি পুলের পাশে তাঁকে নগ্নাবস্থায় দেখা গিয়েছিল। এবারের মতো সেই সময়ও অবশ্য নিম্নাঙ্গ ঢেকে রেখেছিলেন তিনি। হাস্যমুখ সুপারমডেলকে দেখে সেবারও মুগ্ধ হন অনুরাগীরা। বরাবরই নেট দুনিয়ায় জনপ্রিয় 'আমেরিকাস গট ট্যালেন্ট'-এর প্রাক্তন জাজ হেইডি। কয়েকদিন আগেই তিনি ছুটি কাটাতে কোন বই পড়া যায় তা নিয়ে ইনস্টাগ্রামে তাঁর ১২ মিলিয়নের বেশি অনুরাগীদের কাছে মত চেয়েছিলেন। বহু অনুরাগী তাঁকে বাতলে দিয়েছিলেন পছন্দের বই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের নগ্নতার জন্য শিরোনামে জার্মান সুপারমডেল।
  • বরাবরই তাঁর চমৎকারের ফিগারের জন্য জনপ্রিয় তিনি।
  • এবার সেই সুপারমডেল হেইডি ক্লামকে দেখা গেল স্বামীর সঙ্গে সৈকতে সময় কাটানোর সময় আচমকাই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে দিয়ে রোদ পোহাতে।
Advertisement