shono
Advertisement
Lifestyle News

পুরুষ-বিদ্বেষী নারীরাই সেরা পার্টনার? সিক্রেট ফাঁস করল নতুন ডেটিং থিওরি!

'জেন জি' প্রজন্মের মেয়েরা থোড়াই কেয়ার করে ছেলেদের?
Published By: Buddhadeb HalderPosted: 08:14 PM Oct 29, 2025Updated: 08:14 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পলকের মিষ্টি দেখা নয়। এমনকী হাতে ফোন নিয়ে বসে প্রেমিকের জন্য দীর্ঘ অপেক্ষাও নয়। 'জেন জি' প্রজন্মের মেয়েরা থোড়াই কেয়ার করে ছেলেদের? ডেটিং ল্যান্ডস্কেপে নিজের পছন্দের পার্টনার খুঁজতে মুহূর্ত বিলম্ব করে না। বিভিন্ন ডেটিংস অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কে জড়ায় কম সময়েই। এমনকী ডেটিং চলাকালীন সরাসরি 'ফিউচার প্রুফিং' করতেও দেখা যায়। সম্প্রতি ডেটিং থিওরি থেকে উঠে আসছে অবাক করা তথ্য। জানা যাচ্ছে, যে নারীরা ছেলেদেরকে প্রকাশ্যে ঘৃণার কথা বলে, তারাই নাকি হয়ে উঠতে পারে জীবনের বেস্ট পার্টনার।

Advertisement

হ্যাঁ ঠিকই শুনছেন। যে মেয়েরা ঘৃণা করে পুরুষদের। এমনকী সামনাসামনি তা মুখের ওপর জানিয়ে দিতেও দ্বিধা করে না। তারাই নাকি প্রেমের ক্ষেত্রে হয়ে উঠতে পারে বিশ্বস্ত সঙ্গী। পুরুষদেরকে প্রকাশ্যে যে নারীরা ঘৃণা করে, যেকোনও সমস্যায় তারাই শেষমেশ দাঁড়ায় পুরুষদের পাশে। সম্পর্কের ক্ষেত্রে তারা হয়ে ওঠে দুর্দান্ত প্রেমিকা।

পুরুষদের প্রতি প্রকাশ্যে ঘৃণা প্রকাশের নেপথ্যে থাকে মনস্তাত্ত্বিক কারণ। প্রকাশ্য সমালোচনা আসলে সরাসরি কোনও মানুষের অন্তর মনোভাবকে স্পষ্ট করে মেলে ধরে। যে মেয়েটা সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টবক্তা—ঠোঁটকাটা; ব্যক্তিগত সম্পর্কেও সে যে অত্যন্ত সৎ হবে, তা বলাইবাহুল্য। কারণ, কিছু মেয়ে সম্পর্কের ক্ষেত্রে লুকোচুরি পছন্দ করে না। তারা সাফ কথা বলতেই পছন্দ করে। কোনও কিছুতে আপোষ না করা মানসিকতার মেয়েরাই ভালোবাসায় আজীবন জড়িয়ে রাখে নিজের পছন্দের প্রিয় মানুষটিকে। ফলে, এই সব নারীর প্রেমে কোনও খাদ থাকে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ডেটিং থিওরি থেকে উঠে আসছে অবাক করা তথ্য।
  • পুরুষদেরকে প্রকাশ্যে যে নারীরা ঘৃণা করে, যেকোনও সমস্যায় তারাই শেষমেশ দাঁড়ায় পুরুষদের পাশে।
  • এই সব নারীর প্রেমে কোনও খাদ থাকে না।
Advertisement