shono
Advertisement

Breaking News

Parenting Tips

উইকেন্ডের পর স্কুল যেতে অনীহা, খুদের 'মনডে ব্লুজ' কাটাবেন কীভাবে?

খুদের 'মনডে ব্লুজ' কাটাতে পারেন বাবা-মায়েরাই।
Published By: Sayani SenPosted: 06:12 PM Nov 22, 2025Updated: 06:15 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল ছুটি থাকে শনি ও রবিবার। তাই শুক্রবারের স্কুল শেষ হতে না হতেই সপ্তাহান্তের আমেজে গা ডোবায় খুদেরাও। একে তো পড়াশোনার চাপ কম আবার স্কুলও ছুটি সবমিলিয়ে বেশ খোশমেজাজে থাকে তারা। তাই রবিবার সন্ধ্যার পর থেকে বহু খুদে খুঁতখুঁতে হয়ে যায়। সোমবার স্কুলে যেতে যেন গায়ে জ্বর আসে তাদের। কান্নাকাটি করতে থাকে তারা। শিশুকে বোঝানোর পরিবর্তে এই সময় অনেক বাবা-মা বকাঝকা করতে শুরু করেন। তবে প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, বকাঝকা নয়। কয়েকটি সহজ কৌশল অবলম্বনে খুদের 'মনডে ব্লুজ' কাটানো সম্ভব।

Advertisement

প্রথমে জেনে নেওয়া যাক কেন বহু খুদে সোমবার স্কুল যেতে কান্নাকাটি করে। প্রথমত, সপ্তাহান্তে অনেক বাড়িতে ঘুমোতে বেশ দেরি হয়ে যায়। তার ফলে শিশুর অভ্যাস বদলে যায়। দ্বিতীয়ত, কিশোর পড়ুয়ারা আবার পরীক্ষা, পড়াশোনার চাপ নিয়ে উদ্বেগে ভোগে। তাই স্কুলে যেতে চায় না।

এবার জেনে নিন কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন খুদে 'মনডে ব্লুজে' ভুগছে:
* রবিবার সন্ধ্যার পর থেকে খিটখিটে হয়ে যায় খুদে।
* একটুতেই কান্নাকাটি করতে শুরু করে। অনেক সময় খাওয়াদাওয়া করতেও সমস্যা করে কেউ কেউ।
* কোনও কোনও খুদে আবার শারীরিক অসুস্থতার কথা বলতে থাকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি পেটে ব্যথার অজুহাত দেখায় তারা।
* সাতসকালে ঘুম থেকে উঠতে চায় না বহু খুদে। বাবা-মায়ের সঙ্গে ঘুমোতেও চায় কেউ কেউ।
* কেউ কেউ আবার বলতেই শুরু করে, "আমি স্কুলে যাব না।"

কীভাবে সামলাবেন খুদেকে:
* স্কুল যাওয়ার কথা মাথায় রেখে সপ্তাহের আর পাঁচটা দিনের মতো শিশুকে নির্দিষ্ট সময়ে শুইয়ে দিন। যে ঘরে শোওয়াবেন সেখানে মোবাইল যেন না থাকে খেয়াল রাখুন।
* রবিবার সন্ধ্যায় বাড়িতে কোনও অনুষ্ঠানের পরিকল্পনা না করাই ভালো। তাতে শিশু সময়মতো ঘুমোতে পারবে না।

* রাতে ঘুমোতে যাওয়ার আগে শিশুকে সঙ্গে নিয়ে স্কুলের ব্যাগ গোছান।
* খুদেকে শুক্রবার থেকে বলতে থাকুন স্কুল যেতেই হবে। তবে বুঝিয়ে বলুন। বকাঝকা করবেন না।
* সোমবার সকালে স্কুলের ব্যাগে শিশুর পছন্দসই টিফিন দিতে পারেন। তাতে তার মন ভালো হবে।

মনে রাখবেন, খুদে মানেই সবসময় তাকে চাপ কোনও কাজ করাতে চাইবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। পরিবর্তে তাকে বুঝিয়ে বলুন। শুধু শাসন নয়, ভালোবাসাতেই হবে কাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উইকেন্ডের পর স্কুল যেতে অনীহা দেখায় বহু খুদে।
  • খুদের 'মনডে ব্লুজ' কাটাতে পারেন বাবা-মায়েরাই।
  • প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, শুধু শাসন নয়, ভালোবাসাতেই হবে কাজ।
Advertisement