shono
Advertisement
Periods-Sex

পিরিয়ডসে যৌনতা, বাড়ে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা, কমে ঋতুস্রাবের ব্যথা! আর কী হয় শরীরে?

রজঃস্রাব নিয়ে আমাদের মনে রয়েছে হাজারও ভ্রান্ত ধারণা।
Published By: Sayani SenPosted: 04:40 PM Dec 22, 2025Updated: 05:10 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিরিয়ড মানেই পেটে ব্যথা। অস্বস্তি। মুড সুইং। তাই মাসের এই কয়েকটি দিন অনেকর কাছেই বিভীষিকাসম। এই সময়ে যৌনতার কথা ভাবতে পারেন না বহু মহিলা। আবার কারও কারও ইচ্ছা হলেও বলার সাহস পান না। কারণ, পিরিয়ড বা রজঃস্রাব নিয়ে আমাদের মনে রয়েছে হাজারও ভ্রান্ত ধারণা। এই সময় যৌনতার যেমন কয়েকটি ভালো দিকের মতো ক্ষতিকারক প্রভাবও রয়েছে। সে সম্পর্কে নানা তথ্য না জানা থাকলে অযথা সমস্যায় পড়তে পারেন।

Advertisement

পিরিয়ড চলাকালীন যৌনতার আগে যেগুলি মাথায় রাখতে হবে:
* রজঃস্রাবের সময় নারী শরীরে নানা হরমোনজনিত পরিবর্তন হয়। তাই এই সময়ে কোনও কোনও ঋতুমতী উদ্দাম যৌনতায় মেতে উঠতে চান। আবার কেউ কেউ পুরুষদের থেকে দূরে থাকতে চান। তাই এই সময়ে সঙ্গিনীর মতামত না জেনে জোরাজুরি করবেন না। তাতে সম্পর্ক নষ্ট হতে পারে।

* অতিরিক্ত রজঃস্রাব হলে ভুলেও যৌনতায় মাততে যাবেন না। তাতে দুর্বলতা, রক্তচাপ হ্রাসের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

* পিরিয়ড চলাকালীন যৌনতায় গোপনাঙ্গ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে লুব্রিক্যান্ট হিসাবে নারকেল তেল কিংবা অ্যালোভেরা জেল কাজে লাগাতে পারেন।

* রজঃস্রাবের সময় যৌনতায় মাতলে পরিষ্কার পরিচ্ছন্নতা বাধ্যতামূলক। যৌনতার আগে এবং পরে অবশ্যই ভালো করে গোপনাঙ্গ ধুয়ে নিন। না হলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

* রজঃস্রাবের সময় যৌনতায় STI বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হতে পারে। গোপনাঙ্গে চুলকানি দেখা দিতে পারে। যদি আপনার বিপরীত প্রান্তের মানুষ এইচআইভি পজিটিভ হন, তবে আপনিও সেই সমস্যায় পড়তে পারেন।

* মাসের এই বিশেষ কটাদিনের যৌনতা আপনাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সময় বেশি করে অর্গ্যাজম প্রয়োজন। তবে মিলবে পেটে ব্যথা, পেটের খিঁচুনির মতো সমস্যা থেকে রেহাই।

* পিরিয়ডের সময় যৌনতায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে, যদি কোনও মহিলার পিরিয়ডসের পঞ্চম দিনে যৌনমিলন হয় আর সপ্তম দিন পর্যন্ত রজঃস্রাব চলে, তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা কিছুটা কম। তাই এই সময়ে যৌনতায় মাতলেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিরিয়ডসের সময়ে যৌনতার কথা ভাবতে পারেন না বহু মহিলা। আবার কারও কারও ইচ্ছা হলেও বলার সাহস পান না।
  • কারণ, পিরিয়ড বা রজঃস্রাব নিয়ে আমাদের মনে রয়েছে হাজারও ভ্রান্ত ধারণা।
  • এই সময় যৌনতার যেমন কয়েকটি ভালো দিকের মতো ক্ষতিকারক প্রভাবও রয়েছে।
Advertisement