সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক গভীর হয় সময়ের সঙ্গে সঙ্গে। একটা সময়ের পর মুখে না বললেও সঙ্গী পড়ে ফেলতে পারে মনের কথা। কিন্তু প্রেম মানে কিন্তু সর্বদা হাসি-খুশিতে ভরা জীবন নয়। মনোমালিন্য-বিবাদ সম্পর্কেরই অংশ। যার নেপথ্যে নিজেদেরই কিছু অভ্যেস। না বুঝেই এমন কিছু ভুল সকলে করে থাকে, যার জেরে বাড়ে জটিলতা। জানেন সেগুলো কী? জেনে নিনে সতর্ক হোন আজ থেকেই।
১. সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রথমদিকে দিনভর কথা বললেও একটা সময়ের পর তা কমে। ব্যস্ততা যত বাড়ে দু'জন দু'জনের থেকে ততটা দূরে সরতে থাকে। দেখা যায়, একমাত্র সমস্যা দেখা দিলেই একে অপরের কাছে অনুভূতি প্রকাশ করে। যা তরতাজা সম্পর্ক নষ্ট করে দিতে পারে নিমেষেই।
২. সঙ্গী হয়তো অভিমানে একটা দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন। বা হয়তো প্রয়োজনীয় কিছু লিখেছেন। আপনি সামান্য একটা 'ওকে', 'হুম' উত্তর দিয়েই সেরে ফেলেন। এটা ভীষণভাবে ভুল বার্তা দেয় সঙ্গীকে।
৩. কোনওকিছু নিয়ে আলোচনা করতে বসলে সঙ্গীর কথা আগে শুনুন। তিনি কী বলছেন তা না শুনেই নিজের কথা বলতে যান অনেকেই। যা একেবারেই ঠিক নয়। উলটো দিকের মানুষটাকে মনের কথা প্রকাশের সুযোগ দিন।
৪. অশান্তি সম্পর্কের অঙ্গ। অনেকেই যে কোনও বিষয়ে অশান্তিতে পুরনো প্রসঙ্গ টেনে আনেন। যাতে বিবাদ চরমে ওঠে। এই ভুল না করাই ভালো। যা গেছে তা যেতে দেওয়াই সম্পর্কের জন্য ভালো।
৫. অনেকেই মুখ ফুটে কিছু বলেন না। ভাবেন এমনিতেই সঙ্গী সবটা বুঝে নেবেন। তবে তার অন্যথা হলেই ভেঙে পড়েন। সঙ্গীর প্রতি অভিমানের পাহাড় তৈরি হয় মনে। যা একটা সময়ের পর দূরত্ব বাড়ায়।
৬. সবসময় সব বিবাদে যে আপনিই জিতবেন, তা কিন্তু নয়। বেশিরভাগ মানুষই এই বিষয়টা মানতে পারেন না। তাই সঙ্গীর সঙ্গে বাদানুবাদেও যে কোনও মূল্যে জেতার চেষ্টা করেন। এই অভ্যেস সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই চেষ্টা করুন এটা স্বভাব পালটে ফেলতে আজই।
