সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্ক। চ্যাট লিস্টের প্রথমে থাকা নামটাও একটা সময়ে চাপা পড়ে যায় বহু নামের ভিড়ে। যার সঙ্গে কথা বলে শুরু হত দিন। একটা সময়ে তাঁর ঠাঁই হয় ব্লকলিস্টে। নেপথ্যে ভুল বোঝাবুঝি, অশান্তিই যে সবসময় তা কিন্তু নয়। মিষ্টি প্রেমের সম্পর্কও নষ্ট করে দেয় কিছু আচরণ। চলুন আজ জেনে নিন সেগুলো কী কী।
১. প্রিয়জনের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া খুব স্বাভাবিক। কিন্তু তার একটা সময়, পদ্ধতি রয়েছে। প্রতিমুহূর্তে ভুল ধরলে উলটোদিকের মানুষটা কনফিডেন্স হারিয়ে ফেলে। তাঁর নিজেকে ব্যর্থ মনে হতে শুরু করে। যা ধীরে ধীরে দু'জনের মধ্যে দূরত্ব তৈরি করে।
প্রতীকী ছবি।
২. অনেকেই অশান্তিকতে জড়াতে চান না। তাই অনেক কিছুই এড়িয়ে যান। আপাতদৃষ্টিতে এটা ভালো মনে হলেও, তা কিন্তু নয়। দীর্ঘদিন ধরে মনের ভিতরে কিছু চেপে রাখলে একটা সময়ে হাসিখুশি সম্পর্কেও চিড় ধরতে বাধ্য।
৩. সম্পর্কে সবসময় স্বীকৃতি ও প্রশংসা প্রয়োজন। সঙ্গীর ছোট ছোট কাজগুলো যদি দিনের পর দিন এড়িয়ে যান। বা ধরে নেন, 'যাই হয়ে যাক, ও তো আছেই।' তা পরবর্তীতে ফাটল ধরায় সম্পর্কে।
প্রতীকী ছবি
৪. সম্পর্কে নির্ভরতা খুব স্বাভাবিক। কিন্তু উলটোদিকের মানুষের উপর সবক্ষেত্রে যদি নির্ভরশীল হয়ে পড়েন তা কিন্তু ইতিবাচক বার্তা দেয় না। সঙ্গীর এক পর্যায়ে বিধ্বস্ত মনে হতে থাকে। তার মনে হয়, সব দায়-দায়িত্ব কেন আমার? যা বিচ্ছেদের রূপ নেয়।
৫. সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, অভ্যাস বদলায়। নিজেকে আপডেট করতে না পারলে বর্তমান সময়ের ইঁদুর দৌঁড়ে পিছিয়ে পড়তেই হয়। সঙ্গীর সেই বদলের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন। তা না পারলে কিন্তু বিপদ।
৬. যে কোনও সম্পর্কেই অশান্তি লেগেই থাকে। তা মিটিয়ে আবার একসঙ্গে সুন্দর করে এগিয়ে যাওয়াটাই কাম্য। তা না করে অশান্তি ধরে থাকলে, বাঁকা কথা বলতে থাকলে সম্পর্ক খারাপ হওয়াই স্বাভাবিক। তাই চেষ্টা করুন ক্ষমা করে এগিয়ে যেতে। অযথা নিজের উপর চাপ বাড়াবেন না।
৭. নিজের ভুলের দায়িত্ব নিতে শিখুন। সর্বদা সঙ্গীর কাঁধে দায়ভার চাপিয়ে দিলে বিচ্ছেদ কিন্তু অনিবার্য।
