shono
Advertisement
Relationship Tips

সন্তানের জন্য তৈরি তো? অন্তঃসত্ত্বা হওয়ার আগে এই বিষয়গুলি মাথায় রাখতেই হবে

সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ তাকে সঠিকভাবে বড় করে তোলা।
Published By: Sayani SenPosted: 05:44 PM Nov 15, 2025Updated: 06:13 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যের বয়সের বছরখানেক পেরতে না পেরতেই বহু পরিবারে সন্তানের ভাবনাচিন্তা শুরু হয়। বয়জেষ্ঠ্যরা সন্তানের কথা বলতে শুরু করেন। কেউ কেউ আবার সেই চাপে পড়ে বাবা-মা হওয়ার চিন্তাভাবনা করেন। সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ তাকে সঠিকভাবে বড় করে তোলা। তাই মা-বাবা হওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।

Advertisement

* সবার প্রথম ভাবুন, আপনাদের সম্পর্কের সমীকরণ কেমন। সন্তান আসলে, সম্পর্কের উন্নতি হবে। সেই ভাবনাচিন্তা থেকে ভুলেও বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নেবেন না।

* সন্তানের দায়িত্ব একার নয়। মা, বাবার সমান দায়িত্ব। তাই ঠান্ডা মাথায় দু'জনে আলোচনা করুন। আপনারা দু'জনে সন্তান চাইলে তবেই পরিকল্পনা করুন।

* কেউ বলছেন বলে বাবা-মা হচ্ছেন নাকি নিজেদের ইচ্ছায়, তা ভালো করে ভেবে নিন।

* দু'জনেই শারীরিকভাবে পুরোপুরি সুস্থ কিনা, তা জেনে নেওয়া প্রয়োজন। তাই সন্তানের বাবা-মা হওয়ার পরিকল্পনা করলে চিকিৎসকের কাছে যান। তাঁর পরামর্শমতো পরীক্ষা নিরীক্ষা করান। চিকিৎসক সবুজ সংকেত দিলে পরিকল্পনা করুন। আর অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপনের চেষ্টা করুন।

প্রতীকী ছবি।

* সন্তানকে বড় করে তোলার খরচ যথেষ্ট। তাই অবশ্যই আর্থিক দিক ভেবে নিতে ভুলবেন না।

* বর্তমানে পুরুষদের মতো বেশিরভাগই মহিলাও কর্মরত। দু'জনে অফিসে বেরিয়ে গেলে সন্তানকে কে সামলাবে, তা-ও জন্মের আগেই ভাবনাচিন্তা করুন। নইলে পরিবর্তকালে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে।

* আর অবশ্যই বাবা-মা হওয়ার আগে ভাবুন, একরাশ দায়িত্ব বাড়তে চলেছে। সেই ভার কাঁধে নিতে পারলে তবেই সন্তান জন্ম দিন। নইলে সমস্যায় পড়তে পারেন।

প্রতীকী ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাম্পত্যের বয়সের বছরখানেক পেরতে না পেরতেই বহু পরিবারে সন্তানের ভাবনাচিন্তা শুরু হয়।
  • বয়জেষ্ঠ্যরা সন্তানের কথা বলতে শুরু করেন। কেউ কেউ আবার সেই চাপে পড়ে বাবা-মা হওয়ার চিন্তাভাবনা করেন।
  • সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ তাকে সঠিকভাবে বড় করে তোলা।
Advertisement