সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যের বয়সের বছরখানেক পেরতে না পেরতেই বহু পরিবারে সন্তানের ভাবনাচিন্তা শুরু হয়। বয়জেষ্ঠ্যরা সন্তানের কথা বলতে শুরু করেন। কেউ কেউ আবার সেই চাপে পড়ে বাবা-মা হওয়ার চিন্তাভাবনা করেন। সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ তাকে সঠিকভাবে বড় করে তোলা। তাই মা-বাবা হওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।
* সবার প্রথম ভাবুন, আপনাদের সম্পর্কের সমীকরণ কেমন। সন্তান আসলে, সম্পর্কের উন্নতি হবে। সেই ভাবনাচিন্তা থেকে ভুলেও বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নেবেন না।
* সন্তানের দায়িত্ব একার নয়। মা, বাবার সমান দায়িত্ব। তাই ঠান্ডা মাথায় দু'জনে আলোচনা করুন। আপনারা দু'জনে সন্তান চাইলে তবেই পরিকল্পনা করুন।
* কেউ বলছেন বলে বাবা-মা হচ্ছেন নাকি নিজেদের ইচ্ছায়, তা ভালো করে ভেবে নিন।
* দু'জনেই শারীরিকভাবে পুরোপুরি সুস্থ কিনা, তা জেনে নেওয়া প্রয়োজন। তাই সন্তানের বাবা-মা হওয়ার পরিকল্পনা করলে চিকিৎসকের কাছে যান। তাঁর পরামর্শমতো পরীক্ষা নিরীক্ষা করান। চিকিৎসক সবুজ সংকেত দিলে পরিকল্পনা করুন। আর অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপনের চেষ্টা করুন।
প্রতীকী ছবি।
* সন্তানকে বড় করে তোলার খরচ যথেষ্ট। তাই অবশ্যই আর্থিক দিক ভেবে নিতে ভুলবেন না।
* বর্তমানে পুরুষদের মতো বেশিরভাগই মহিলাও কর্মরত। দু'জনে অফিসে বেরিয়ে গেলে সন্তানকে কে সামলাবে, তা-ও জন্মের আগেই ভাবনাচিন্তা করুন। নইলে পরিবর্তকালে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে।
* আর অবশ্যই বাবা-মা হওয়ার আগে ভাবুন, একরাশ দায়িত্ব বাড়তে চলেছে। সেই ভার কাঁধে নিতে পারলে তবেই সন্তান জন্ম দিন। নইলে সমস্যায় পড়তে পারেন।
প্রতীকী ছবি
