shono
Advertisement

Breaking News

Relationship Tips

বিছানায় উঠবে ঝড়, একটি মাত্র সহজ কৌশলেই হবে বাজিমাত!

যৌনতায় মেতে ওঠার আগে ঘরে আনুন সামান্য বদল।
Published By: Sangbad Pratidin DigitalPosted: 05:09 PM Nov 24, 2025Updated: 08:07 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে শীতের হিমেল আমেজ। অনেকেই বলেন, সঙ্গীর সঙ্গে যেন একাত্ম হওয়ার এটাই আদর্শ সময়। তা বলে অবশ্য গ্রীষ্মে সঙ্গী কিংবা সঙ্গীনির সঙ্গে সকলেই দূরত্ব বজায় রাখেন, তা নয়। এই বিষয় নিয়ে অবশ্য তর্ক রয়েছে বিস্তর। সেসব নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। এবার আসা যাক আসল কথায়। এই শীতে সঙ্গী কিংবা সঙ্গীনিকে কীভাবে চরম তৃপ্তি দিতে পারেন, রইল সেই টিপস।

Advertisement

যৌনতায় যখন খুশি মেতে ওঠা সম্ভব নয়। চরমসুখ পেতে চাইলে 'মুড' তৈরি করা অত্যন্ত জরুরি। জার্নাল অফ থিওরিটিকাল অ্যান্ড অ্যাপ্লায়েড ইলেকট্রিক কমার্স রিসার্চ এই নিয়ে গবেষণা করে। তাদের মতে, আপনার বেডরুমে আলোর উপর নির্ভর করে অনেক কিছু। সঠিক আলো নির্বাচন করতে পারলেই হবে কেল্লাফতে। ওই গবেষণা অনুযায়ী, উদ্দাম যৌনতার জন্য ঘর পুরোপুরি অন্ধকার হওয়া উচিত নয়। তাতে মনোনিবেশে সমস্যা হতে পারে। আবার বেশি জোরাল আলো জ্বালিয়ে রাখাও ঠিক নয়। তাতে উভয়েই অনেক বেশি সতর্ক হয়ে থাকেন। তার ফলে যৌনতাতে ভাটা দেখা যায়। তার চেয়ে বরং হালকা আলোই শ্রেয়। অবশ্যই ঘরে জ্বালান হালকা আলো। ওই আলোয় যেমন ঘরে স্নিগ্ধতা আনবে। তেমনই ওই ঘরে থাকা উভয়েই হয়ে উঠবেন রোম্যান্টিক। তার ফলে সম্পর্কের উষ্ণতা যে এক নিমেষে বাড়বে অনেকটা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

তাই যৌনতা মেতে ওঠার আগে প্রয়োজনে আপনার শোওয়ার ঘরে কিছু বদল আনুন। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কেমন পরিবর্তন প্রয়োজন।

* ঘরে হালকা আলো লাগান। সাদা আলোর বদলে হলুদ রঙের আলো বেছে নিতে পারেন। নীল কিংবা লাল আলো হালকা হলেও তা চোখকেও মোটেও আরাম দেয় না। তাই তা না লাগানোই ভালো।
* প্রয়োজনে ঘরে সুগন্ধী ব্যবহার করতে পারেন। তবে গন্ধ যাতে খুব চড়া না হয়, সেদিকে নজর রাখুন।
* আপনার সঙ্গী গানবাজনা পছন্দ করেন? উত্তর 'হ্যাঁ' হলে ঘরে গানবাজনার ব্যবস্থা রাখতে পারেন। তবে তা যেন মৃদু সুরে চলে, সেদিকে খেয়াল রাখুন।
* পোশাক আশাকেও রাখতে পারেন সাহসিকতার ছাপ। সঙ্গী তাতেও খুশি হতে পারেন।
* যৌনতার পর সঙ্গীর সঙ্গে কথা বলুন। তাতে সম্পর্কের বুনন যে আরও শক্তপোক্ত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উদ্দাম যৌনতার জন্য ঘর পুরোপুরি অন্ধকার হওয়া উচিত নয়। তাতে মনোনিবেশে সমস্যা হতে পারে।
  • আবার বেশি জোরাল আলো জ্বালিয়ে রাখাও ঠিক নয়।
  • তাতে উভয়েই অনেক বেশি সতর্ক হয়ে থাকেন। তার ফলে যৌনতাতে ভাটা দেখা যায়।
Advertisement