shono
Advertisement
Shower together

শীতে একসঙ্গে স্নানেই উষ্ণ হোক সম্পর্ক, জমান রসায়ন, কমবে স্ট্রেস

স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে।
Published By: Buddhadeb HalderPosted: 09:00 PM Jan 03, 2026Updated: 09:00 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্পোরেট লাইফে যে যার মতো ব্যস্ত। অফিস আর মিটিং করেই জীবনের বেশিটা কেটে যাচ্ছে। সম্পর্কে তৈরি হচ্ছে দূরত্ব। বাড়ছে একঘেয়েমি। কাজের চাপে দম্পতিরা একে অপরকে দেওয়ার মতো সময়টুকু হারিয়ে ফেলছেন। অথচ এই যান্ত্রিকতার মাঝেও ছোট ছোট কিছু অভ্যাস ফিরিয়ে আনতে পারে হারানো উষ্ণতা। স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে। শুধু শরীর নয়, মনের কাছাকাছি আসার এ এক অনন্য সুযোগ।

Advertisement

এই সময় শারীরিক স্পর্শের ফলে শরীরে ‘অক্সিটোসিন’ বা ‘ভালোবাসার হরমোন’ নিঃসৃত হয়। যা একে অপরের প্রতি বিশ্বাস ও মানসিক টান বাড়িয়ে দেয়। একে অপরের অঙ্গ ছোঁওয়া বা কাছে আসার মতো আবেগগুলো পরস্পরের প্রতি যত্ন ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

দীর্ঘদিন ধরে দূরে সরে থাকলে, কিংবা একঘেয়েমিতে ভুগলে কাছে আসার এই সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না। সম্পর্কের রসায়ন মজবুত করতে স্নানঘরে আদরে ভাসতে সমস্যা কী? সঙ্গীর হাত ধরে স্নানে যান। ধীরে ধীরে প্রেমের উষ্ণতায় ভরিয়ে তুলুন মুহূর্ত। সম্পর্কের ভিত আরও পুষ্ট হবে। দাম্পত্য সুখ বাড়িয়ে তুলতে এই প্রয়াস অনন্য।

বাস্তবতার নিরিখে দেখলেও এর অনেক সুফল আছে। একসঙ্গে স্নান করলে সময় ও জল—উভয়ই সাশ্রয় হয়। আর এই অভিজ্ঞতাকে রাজকীয় করতে বর্তমানে বাজারে এসেছে উন্নত ‘ডুয়াল শাওয়ার সিস্টেম’। যেমন 'বোস্টিংনার'-এর ১২ ইঞ্চির রেইন শাওয়ার এবং হ্যান্ডহেল্ড শাওয়ারের সমন্বয়। এই আধুনিক প্রযুক্তি বাথরুমকেই বানিয়ে তুলতে পারে আপনার প্রিয় ছোট্ট ‘স্পা’।

পরিণত সম্পর্কে কিছুটা ভিন্ন স্বাদের রোমাঞ্চ যোগ করতে এই অভ্যাসের তুলনা নেই। দিনের শেষে সব ক্লান্তি ধুয়ে ফেলে একে অপরের সান্নিধ্যে কাটানো এই কয়েক মিনিট হতে পারে জীবনের সেরা সঞ্চয়। তাই সম্পর্কের বাঁধন আরও শক্ত করতে আজই শাওয়ারের নিচে সামিল হোন আপনার সঙ্গীর সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যান্ত্রিকতার মাঝেও ছোট ছোট কিছু অভ্যাস ফিরিয়ে আনতে পারে হারানো উষ্ণতা।
  • সম্পর্কের রসায়ন মজবুত করতে স্নানঘরে আদরে ভাসতে সমস্যা কী?
  • পরিণত সম্পর্কে কিছুটা ভিন্ন স্বাদের রোমাঞ্চ যোগ করতে এই অভ্যাসের তুলনা নেই।
Advertisement