সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্পোরেট লাইফে যে যার মতো ব্যস্ত। অফিস আর মিটিং করেই জীবনের বেশিটা কেটে যাচ্ছে। সম্পর্কে তৈরি হচ্ছে দূরত্ব। বাড়ছে একঘেয়েমি। কাজের চাপে দম্পতিরা একে অপরকে দেওয়ার মতো সময়টুকু হারিয়ে ফেলছেন। অথচ এই যান্ত্রিকতার মাঝেও ছোট ছোট কিছু অভ্যাস ফিরিয়ে আনতে পারে হারানো উষ্ণতা। স্নানঘরে একা নয়, সঙ্গে নিন সঙ্গীকে। শুধু শরীর নয়, মনের কাছাকাছি আসার এ এক অনন্য সুযোগ।
এই সময় শারীরিক স্পর্শের ফলে শরীরে ‘অক্সিটোসিন’ বা ‘ভালোবাসার হরমোন’ নিঃসৃত হয়। যা একে অপরের প্রতি বিশ্বাস ও মানসিক টান বাড়িয়ে দেয়। একে অপরের অঙ্গ ছোঁওয়া বা কাছে আসার মতো আবেগগুলো পরস্পরের প্রতি যত্ন ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
বাস্তবতার নিরিখে দেখলেও এর অনেক সুফল আছে। একসঙ্গে স্নান করলে সময় ও জল—উভয়ই সাশ্রয় হয়। আর এই অভিজ্ঞতাকে রাজকীয় করতে বর্তমানে বাজারে এসেছে উন্নত ‘ডুয়াল শাওয়ার সিস্টেম’। যেমন 'বোস্টিংনার'-এর ১২ ইঞ্চির রেইন শাওয়ার এবং হ্যান্ডহেল্ড শাওয়ারের সমন্বয়। এই আধুনিক প্রযুক্তি বাথরুমকেই বানিয়ে তুলতে পারে আপনার প্রিয় ছোট্ট ‘স্পা’।
