shono
Advertisement

Breaking News

Relationship Tips

সঙ্গমের সময় ভিডিও রেকর্ড করছে সঙ্গী? বিপদে পড়ার আগে সাবধান হন, রইল টিপস

নিজের ব্যক্তিগত সময়কেও অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন।
Published By: Akash MisraPosted: 08:41 PM Jul 01, 2024Updated: 08:42 PM Jul 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্য়েই খবরে আসে প্রেমিক-প্রেমিকার যৌনতার ভিডিও সোশাল মিডিয়ায় টুক করে ফাঁস হয়ে গিয়েছে। তার পর সমাজে মুখ দেখাতে পারেন না যুবক-যুবতী। এই নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে বলিউডে কিংবা হলিউডে। বিশেষজ্ঞরা বলছেন, ইদানিং অদ্ভুত একটা ট্রেন্ড। নিজের ব্যক্তিগত সময়কেও অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন। তবে এই ট্রেন্ড অনেক সময়ই অপরাধের সৃষ্টি করছে। বিশেষ করে কোনও কারণে যদি ব্রেকআপের ঘটনা ঘটে, তাহলে অনেকেই এই সমস্ত ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন। এমন খবর চোখে পড়ে আজকাল। আপনার সঙ্গীও যদি এ ধরনের আচরণ করেন, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?

Advertisement

১) অন্তরঙ্গ মুহূর্তের সময় যদি দেখেন আপনার সঙ্গী মোবাইল ফোন দিয়ে পুরো রতিক্রিয়া রেকর্ড করছেন। তাহলে প্রথমেই না করুন। সোজা জানান আপনার আপত্তির কথা। দরকার পড়লে রতিক্রিয়া বন্ধ করে প্রতিবাদ করুন।

[আরও পড়ুন: কোন ভুলে সঙ্গমে নেই জোর! লিঙ্গই দেবে গোপন খবর]

২) আগে থেকেই যদি সঙ্গীর এ ধরনের ইচ্ছের কথা জানতে পারেন, তাহলে পরিষ্কার আপনার যে বিষয়টি পছন্দ নয়, তা জানিয়ে দিন।

৩) প্রথম দিনই সঙ্গীকে জানিয়ে দিন এধরনের ভিডিও রেকর্ড করতে আপনি স্বচ্ছন্দ্য নয়।

৪) যদি দেখেন ব্যক্তিগত ভিডিও নিয়ে কথায় কথায় হুমকি দেওয়ার চেষ্টা করছেন আপনার সঙ্গী, তাহলে প্রথমেই পুলিশের সাহায্য নিন। কেননা, ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে।

[আরও পড়ুন: মুরগির ডিম ফাটাতেই বেরল সাপের বাচ্চা! চক্ষু ছানাবড়া জামুরিয়ার বধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম দিনই সঙ্গীকে জানিয়ে দিন এধরনের ভিডিও রেকর্ড করতে আপনি স্বচ্ছন্দ্য নয়।
  • তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?
Advertisement