সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম জীবনে কখন আসে, তা একমাত্র জানেন প্রেম ঠাকুরই। তা আঠেরোতেও আসতে পারে, আঠাশেও আসতে পারে। আবার ৩৮ কিংবা ৪৮-এ আসতে পারে। তবে প্রেম যে বয়সেই আসুক না কেন, রোমান্টিকতা যেন না কমে। সম্পর্কে যেন জোর আরও বাড়ে। বসন্ত আসবে যখন তখন, ফুল ফুটবেই যেকোনও সময়। হ্যাঁ, এখানে বসন্ত মানে মনের। অর্থাৎ প্রেম, প্রেম ভাব। ভাবছেন, চল্লিশে চালশে হয়ে গিয়ে প্রেম যদি আসে জীবনে, তাহলে কী করবেন? প্রথমেই থাকুন একটু সচেতন। কীভাবে? রইল টিপস।
১) প্রথমেই দুজনে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন। প্রয়োজনে কথা বলুন নানা বিষয় নিয়ে।
২) প্রথমেই পরিষ্কার করে দিন, ডেটিং ডেটিং খেলার আর বয়স আপনার নেই। আপনি চান দীর্ঘস্থায়ী সম্পর্ক। উদ্দেশ্য স্পষ্ট করলে তবেই দেখবেন সম্পর্ক টিকে থাকবে।
[আরও পডুন: গলায় গেরুয়া, মারমুখী মেজাজ! নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে গ্রেপ্তার তরুণী]
৩) যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জরাবেন না। কারণ, আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।
৪) নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। তাহলে সম্পর্ক এগোবে সহজেই।
৫) অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। নিজের চেহারা এবং মেন্টাল হেলথকে গুরুত্ব দিন। তাহলে দেখবেন সুস্থ একটা সম্পর্ক এগিয়ে চলবে।
৬) বিয়ের প্ল্যান ছকে নিন। সঙ্গীকে জানান আপনার ভবিষ্যত প্ল্যান কী। সঙ্গীর সঙ্গে আলোচনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। দেখবেন এভাবেই তৈরি হবে একটা মিষ্টি সম্পর্ক।