shono
Advertisement

এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio

ঢের পিছিয়ে Airtel, Vodafone... The post এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 PM Mar 06, 2017Updated: 12:53 PM Mar 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোর-জি ডেটা ডাউনলোড স্পিডের বিচারে জানুয়ারি মাসে রিলায়েন্স জিও ছিল সকলের শেষে৷ কিন্তু ফেব্রুয়ারিতে সেই ছবিটাই যেন উল্টে গেল৷ ট্রাইয়ের মাই স্পিড অ্যাপ মোতাবেক, ফোর-জি ডাউনলোড স্পিডের বিচারে এখন মার্কেটে সেরা স্থানে রয়েছে রিলায়েন্স জিও৷ ভারতে এখন ফোর-জি মোবাইল ডাউনলোড স্পিডের বিচারে দ্রুততম পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও৷

Advertisement

(সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল)

ট্রাইয়ের ডেটা বলছে, এবছরের ফেব্রুয়ারি মাসে জিও-র রেজিস্টার্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস৷ এয়ারটেল ও আইডিয়ার চেয়ে ঢের এগিয়ে মুকেশ আম্বানির সংস্থা৷ আইডিয়ার ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড ১২.২১৬ এমবিপিএস৷ এয়ারটেল আরও পিছিয়ে, তাদের স্পিড ১১.২৪৫ এমবিপিএস৷ তালিকায় পিছনের সারিতে রয়েছে ভোডাফোন৷ ট্রাই জানিয়েছে, ভোডাফোনের স্পিড ৮.৩৩৭ এমবিপিএস৷

(নয়া নিয়ম SBI-এর, টাকা জমা দিলেও এবার দিতে হবে বাড়তি চার্জ)

তবে এটাই কিন্তু জিও-র সর্বোচ্চ স্পিড নয়৷ ২০১৬-র ডিসেম্বরে জিও-র ফোর-জি ডাউনলোড স্পিড ছিল ১৮.১৪৬ এমবিপিএস৷ ট্রাইয়ের তথ্য বলছে, এয়ারটেল ও ভোডাফোনের ফোর-জি পরিষেবার মান পড়েছে৷ এয়ারটেলের ফোর-জি ডাউনলোড স্পিড ১১.৮৬২ থেকে কমে হয়েছে ১১.২৪৫৷ ১০.৩০১ এমবিপিএস থেকে ভোডাফোনের ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড কমে দাঁড়িয়েছে ৮.৩৩৭ এমবিপিএস৷

(আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা)

The post এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement